রবিবার | ২২ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাকে গুলি করে হত্যা

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের এক স্থানীয় নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মোহাম্মদ একরামুল হক। আজ শুক্রবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের রিঙ্কুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করে বলা হয়, তৃণমূল নেতা মোহাম্মদ একরামুল হক আগ ডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের বন্দীরামগছ সংসদের সদস্য। একই সঙ্গে তিনি ঘটনাস্থল এলাকায়ও পঞ্চায়েত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত তৃণমূল নেতার পাশে পড়েছিল মোটরসাইকেল। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।

জানা গেছে, ইসলামপুর থেকে কাজ সেরে ফিরছিলেন তিনি। এ সময় তিন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। দুষ্কৃতিদের ছোঁড়া গুলি তার মাথায় লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাস্থলের পাশ থেকে একটি রিভলভার ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

তাকে হত্যার কারণ জানা যায়নি। তবে রাজনৈতিক কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে ধারণা করছেন ইসলামপুরের ব্লক সভাপতি জাকির হোসেন। তিনি এই ঘটনায় বামদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি জানান, একরামুল চিরকালই ডানপন্থী। পুরোনো বামেরাই তাকে হত্যা করেছে।

এই বিষয়ে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, ‘‌এই ঘটনার সঙ্গে সিপিআইএমের যোগসাজশ রয়েছে।’

ইসলামপুর জেলার পুলিশ সুপার শচীন মক্কর বলেন, ‘‌গুলি করে একজনকে খুন করা হয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ