শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বাবার বুকফাটা কান্নায়ও আর তাকাবে না সাইফুল

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
দুই বছর চার মাস বয়সী শিশু সন্তান সাইফুল ইসলাম আর ফিরবে না, সেই চরম সত্যি বাবা শিপন মৃধা জানেন। তবুও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত সন্তানকে জড়িয়ে বাবার বুক ফাটা কান্না, আর্তনাদ আর আহাজারি। মুহুর্তেই ভারী হয়ে ওঠে গোটা হাসপাতাল, কান্না ধরে রাখতে পারছিলেন না ডাক্তার-নার্স, রোগী-স্বজনসহ আশপাশের কেউই।
শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে বোনের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় ঠেলা গাড়ির ধাক্কা মৃত্যু হয় ফুটফুটে শিশু সাইফুলের।
শিশুটির বাবা শিপন মৃধা জানান, তাদের বাসা চকবাজার থানাধীন ইসলামবাগ আলীরঘাট এলাকায়। বাসার কাছে এক আত্মীয়ের বাসায় অনুষ্ঠানে আমন্ত্রণ ছিল তাদের। দুপুরে বড় বোন অনিকার (১১) সাথে সেই অনুষ্ঠানে যাচ্ছিল শিশু সাইফুল। ওই বাসায় যেতে আনিকার হাত ধরে সাইফুল রাস্তা পার হচ্ছিলো। রাস্তাটা একটু ঢালু। এমন সময় বালু ভরা একটি ঠেলা গাড়ি শিশুকে ধাক্কায় দিলে বোনের হাতে থেকে ছিটকে গুরুতর আহত হয়। স্বজনরা সাইফুলকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২ টা ৫৬ মিনিটে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর জেলার কালকিনী উপজেলার মৃধাকান্দী গ্রামের শিপন মৃধা ও লিপি বেগম দম্পতির ছেলে সাইফুল। বাবা শিপনের ধোলাইখাল এলাকায় একটি প্লাস্টিক কারখানা রয়েছে।
দুই বোন এক ভাইয়ের মধ্যে সাইফুল ছোট।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, সাইফুলের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ