শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

২৪ বিদেশি চ্যানেল সম্প্রচারে বাধা নেই : তথ্যমন্ত্রী

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে ক্লিন ফিড পাঠানো ২৪টি বিদেশি চ্যানেল সম্প্রচারে কোনো বাধা নেই। এরপরেও কেবল অপারেটরা এসব চ্যানেল বন্ধ রেখে লাইসেন্সের শর্ত ভঙ্গ করছেন বলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন।

সচিবালয়ে সোমবার বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের (অ্যাটকো) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এসব তথ্য জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের আকাশ উন্মুক্ত। সরকারের পক্ষ থেকে কোনো চ্যানেল বন্ধ করা হয়নি, আমরা কোনো চ্যানেল বন্ধ করতেও বলিনি। আমরা আইন বাস্তবায়ন করছি। বিদেশি চ্যানেলকে অবশ্যই বিজ্ঞাপনমুক্ত সম্প্রচার করতে হবে। কিন্তু আমাদের দেশে এটি মানা হচ্ছিল না।

‘২৪ টির বেশি চ্যানেল বাংলাদেশে ক্লিন ফিড দেয়। এগুলো চালানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। আকাশ ডিটিএইচ এগুলো চালাচ্ছে। অন্যদেরও এগুলো চালানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। এ বিষয়ে কোনো পত্রের প্রয়োজন হলে আমরা তা কেবল অপারেটরদের পাঠাবো। যদি এরপরও কেউ এগুলো না চালায় তাহলে লাইসেন্সের শর্তভঙ্গ হবে। সুতরাং শর্তভঙ্গের কাজ কেউ করবেন না।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ