শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

একুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ২৪

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক

দক্ষিণ আমেরিকার দেশ একুয়েডরের একটি কারাগারে দাঙ্গায় অন্তত ২৪ জন নিহত ও আরও ৪৮ জন আহত হয়েছেন।

মঙ্গলবারের এ ঘটনা নিয়ে চলতি বছর আন্দিজ পর্বতমালার এ দেশটির কারা ব্যবস্থায় তৃতীয়বারের মতো প্রাণঘাতী দাঙ্গার ঘটনা ঘটল।

গুয়াইয়াস প্রদেশের পেনিতেনসিয়ারিয়া ডেল লিতোরাল এ দাঙ্গার ঘটনাটি ঘটেছে। গত কয়েক মাসে এই কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে বেশ কয়েকটি প্রাণঘাতী দাঙ্গার ঘটনা ঘটেছিল।

রাষ্ট্রীয় কারা সংস্থা এসএনএআই এক বিবৃতিতে বলেছে, “সেন্টার ফল দ্য ডেপারভেইশন অব লিবার্টি গুয়াইয়াস এন১ এর বেশ কয়েকটি এলাকায় গুলি ও বিস্ফোরণের কারণে সতর্কতা জারি করা হয়। সংঘর্ষের ফলে ২৪ জন (কারাবন্দি) নিহত এবং ৪৮ জন আহত হয়।”

এসএনএআই জানিয়েছে, সকালে কারাগারটি থেকে লোকজনকে সরিয়ে ভেতরে পুলিশ কর্মকর্তাদের ও বাইরে সামরিক কর্মকর্তাদের মোতায়েনের পর বিকালে কর্তৃপক্ষ কারাগারটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়।
এর আগে ফেব্রুয়ারি একুয়েডরের আরেকটি কারাগারে দাঙ্গায় অন্তত ৭৯ জন এবং জুলাতে আরেকটিতে অন্তত ২২ জন নিহত হয়েছিল।

দেশটির কারাগারগুলোতে ৩৯ হাজার কারাবন্দি আছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে আন্তঃ-আমেরিকান কমিশন অন হিউম্যান রাইটস (আইএসিএইচআর) এসব সহিংসতার নিন্দা জানিয়েছিল। হিউম্যান রাইটস ওয়াচ কারাগারে সহিংসতার পূর্ণ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার জন্য একুয়েডর সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল।

অগাস্টে দেশটির প্রেসিডেন্ট গিয়ারমো লাসো বলেছিলেন, জনাকীর্ণ কারাগারগুলোতে নতুন ওয়ার্ড তৈরি করতে ও নিরাপত্তার উন্নতি ঘটাতে নতুন সরঞ্জাম স্থাপনের জন্য সরকার আরও অর্থ বরাদ্দ দেবে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ