শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

যেভাবে নিজেকে রক্ষা করলো স্কুলছাত্রী

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গায় নিজের বাল্যবিয়ে বন্ধ করতে সহায়তা চেয়ে লিখিত আবেদন নিয়ে থানায় যান এক স্কুলছাত্রী। ঘটনা শুনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই বিয়ে বন্ধ করার ব্যবস্থা করেন। আর এর মধ্য দিয়ে বাল্য বিয়ে নামক অভিশাপ থেকে নিজেকে নিজে রক্ষা করতে সক্ষম হলো ওই ছাত্রী।

আজ মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে দরখাস্ত দেয় সে। পরে সেই দরখাস্তের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধ করে দেন।

জানা গেছে, ওই স্কুলছাত্রী শহরের ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। পুলিশ জানিয়েছে, ১৬ বছর বয়সী ওই কিশোরীর বাবা চা দোকানদার, মা একটি মুড়ির কারখানায় দৈনিক হাজিরায় কাজ করেন। সম্প্রতি তার খালা ও মা তাকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু কিশোরী তাদের বারবার বোঝানোর পরও তারা সিদ্ধান্তে অনড় থাকেন এবং বিয়ের জন্য ছেলে ঠিক করেন। উপায় না পেয়ে সেই নিজেই থানায় এসে উপস্থিত হয়।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘আজ সকালে আমাদের থানায় এক শিক্ষার্থী একটি দরখাস্ত নিয়ে আসে। তার অভিযোগ, তার মা ও খালা তাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছেন। কিন্তু সে পড়তে চায়। পরে আমরা গিয়ে তার মা-বাবাকে বুঝিয়ে বিয়ে বন্ধ করে তার পড়াশোনা চালিয়ে নেওয়ার ব্যবস্থা নিয়েছি।’ উল্লেখ্য, সম্প্রতি আরেকটি বাল্যবিয়ে ভেঙে দিয়ে ওই ছাত্রীর পড়াশোনার দায়িত্ব নেন ওসি মোহাম্মদ মহসীন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ