শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ঘরোয়া ক্রিকেট : ১৭ অক্টোবর এনসিএল শুরু

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
আগামী মাস থেকে পুরোদমে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেট। আগামী ১৭ অক্টোবর জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের আসর।

আজ রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় ক্রিকেট লিগের পরপরই শুরু হবে আন্তর্জাতিক ক্রিকেট। এরপর আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। ঘরোয়া ক্রিকেটের ব্যস্ত সূচি শুরু হচ্ছে জানিয়ে এই নির্বাচক বলেন, ‘এবার আমরা একটু সময় নিয়েই এনসিএল শুরু করতে যাচ্ছি। দলগুলোকে যথেষ্ট সময় দেয়া হচ্ছে। সাধারণত যখন এনসিএল শুরু করি, দলগুলো খুব একটা সময় পায় না। এবার প্রায় এক মাসের সময় পাচ্ছে।’

করোনার কারণে প্রতিবারের চেয়ে এবার স্কোয়াড কিছুটা বড় করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আপনারা জানেন যে ২০-২২ জনের একটা টিম করে দেয়া হয়েছে। এখন ফিটনেস ট্রেনিং চলছে। ১ অক্টোবর থেকে ফিটনেস টেস্ট হবে। এর আগে ওরা ট্রেনিংয়ের সুযোগ পায়নি। এবার সুযোগটা করে দেয়া হয়েছে। ফিটনেস টেস্টের পর আমরা ১৬ জনের দল করব। সবসময় আমরা ১৪ জনের দল দেই। এবার করোনার জন্য দুইজনের বেশি দিচ্ছি।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ