শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আফগানিস্তান তিন উইকেটে জয়ী

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলিংয়ে ম্যাচ কিছুটা জমে উঠলেও শেষ হাসি হাসলো আফগানিস্তান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার একমাত্র যুব টেস্টে আফগানদের বিপক্ষে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশের হারের মঞ্চ গড়া হয়ে গিয়েছিল প্রথম ইনিংস শেষেই, ১১৯ রানে পিছিয়ে ছিল তারা। দ্বিতীয় ইনিংসে ২২৮ রান করে আফগানদের দেয় ১১০ রানের লক্ষ্য। যা সফরকারীরা ছুঁয়ে ফেলে দিনের দ্বিতীয় সেশনে।

দুই ইনিংসেই একই বোলার ও ব্যাটসম্যান ভোগায় বাংলাদেশকে। প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া বিলাল সামি এবার নেন তিনটি। দুই ইনিংসে চারটি করে উইকেট নেন ইজহারুল হক নাভিদ। আর দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা বিলাল সায়েদি রান তাড়ায় করেন ফিফটি।

দিনের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ৪ উইকেটে ১৭০ রান নিয়ে খেলতে নেমে প্রথম পাঁচ ওভারের মধ্যেই তারা হারিয়ে ফেলে আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানকে।

আগের দিন ৫১ রানে এগিয়ে থাকা দলের রান আর বাড়াতে পারেননি আইচ মোল্লা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১ম ইনিংস: ১৬২

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ১ম ইনিংস: ২৮১

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২য় ইনিংস:

(আগের দিন ১৭০/৪) ৮৭.২ ওভারে ২২৮ (আইচ ৪০, আশরাফুল ১৯, মেহরব ৩০, তাহজিবুল ২০, হাবিব ২, রিপন ০, মুশফিক ০*; সামি ১৭-৫-৪০-৩, ফায়সাল ৪-১-১১-০, নাভিদ ৩৬.২-১০-৮৪-৪, খারোটে ১৬-৪-২৯-২, সামিলি ২-০-১১-১, হোটাক ১২-৩-৩৫-০)।

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ২য় ইনিংস:

(লক্ষ্য ১১০) ৪৩.২ ওভারে ১১৩/৭ (সাফি ২, সায়েদি ৫৪, ইশহাক ১৫, ইজাজ ১, সালিমি ১৩, বিলাল ০, হোতাক ২০*, নাভিদ ০, খারোটে ৫*; রিপন ১৩.২-৪-৩৪-২, মুশফিক ৭-১-২৬-২, হাবিব ৩-০-১০-০, আইচ ১১-১-৩২-২, আশরাফুল ৫-৩-৬-০, খালিদ ৩-২-১-০, নাবিল ১-০-৪-১)।

ফল: আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৩ উইকেটে জয়ী।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ