শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বজ্রপাত ঠেকাতে তাল বীজ বপন

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে জেলার চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়ন তাল বীজ বপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকাল ৯টায় উপজেলার কেরনখাল ইউনিয়ন রামেশ্বর-সাতবাড়িয়া সড়কের দুই পাশে ৩০০ তাল বীজ বপন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন আর রশিদ।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওয়াদুদ নেওয়াজ বলেন, আমাদের দেশে তালগাছ কমে যাওয়ায় বর্ষা মৌসুমের প্রায় সময় বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটে থাকে। তাই প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশে ভারসাম্য ফিরিয়ে আনতে বেশি বেশি তাল বীজ বপন বা চারা রোপন করতে হবে। তালগাছ কৃষকের বন্ধু এই গাছকে যতœ করতে হবে। এর পাশাপাশি প্রত্যেকের বাড়িতে দু’চারটি করে তালগাছের বীজ বপনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওয়াদুদ নেওয়াজ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কিরন রাণী সরকার, ইউনিয়ন পরিষদ সচিব মাকসুদা আক্তার, ইউনিয়ন পরিষদের সদস্য পরেশ সরকার, শাহজাহান, শামীম প্রমুখ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ