শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সিনহা হত্যা : তৃতীয় ধাপে সাক্ষ্য গ্রহণ শুরু

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফে আলোচিত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার নির্ধারিত তৃতীয় ধাপের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাঈলের আদালতে সাত নং সাক্ষী আব্দুল হামিদের জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে বিচারিক কার্যক্রম।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বলেন, গেলো দুই ধাপে মামলার বাদিসহ ছয়জনের সাক্ষ্য ও আসামিপক্ষের জেরা শেষ হয়েছে। তৃতীয়ধাপে এসে সাত নং সাক্ষীর জবানবন্দি গ্রহণের মধ্যদিয়ে শুরু হয়েছে বিচারিক কার্যক্রম।

এর আগে, গত আট সেপ্টেম্বর দ্বিতীয় ধাপের চারদিনের সাক্ষ্য গ্রহণ শেষ। দ্বিতীয় ধাপের চতুর্থ দিনে সাক্ষ্য দিয়েছেন ছয় নং সাক্ষী শামলাপুর বায়তুর নুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শহিদুল ইসলাম।

দুই ধাপে মামলার বাদি ও সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসহ ছয় জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। তাদের জেরাও শেষ করেছে আসামিপক্ষ। আগামী ২০,২১ ও ২২ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণ করা হবে বলে দিন ধার্য করেছেন আদালত।

উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। তার সঙ্গে থাকা সাহেদুল ইসলামকে (সিফাত) পুলিশ গ্রেপ্তার করে। এরপর সিনহা যেখানে ছিলেন, সেই নীলিমা রিসোর্টে ঢুকে তার ভিডিও দলের দুই সদস্য শিপ্রা দেবনাথ ও তাহসিন রিফাত নুরকে আটক করে। পরে তাহসিনকে ছেড়ে দিলেও শিপ্রা ও সিফাতকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। এই দুজন পরে জামিনে মুক্তি পান।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ