শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ভারতে বিচার শেষ না হলে সোহেল রানাকে দেশে আনা অনিশ্চিত

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

১১০০ কোটি টাকা আ দিয়ে ভারতে পালানোর সময় বিএসএফের হাতে আটক ঢাকার বনানী থানার ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন) সোহেল রানাকে দেশে আনার চেষ্টা করছে বাংলাদেশ। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে নিয়মিত যোগাযোগ করছে বাংলাদেশ।

কিন্তু ভারত বলছে, তাদের দেশে প্রচলিত আইন অনুযায়ী অবৈধ অনুপ্রবেশের জন্য সোহেল রানার বিরুদ্ধে কোচবিহারের মেখলিগঞ্জ আদালতে যে মামলা হয়েছে, তা নিস্পত্তি হওয়ার আগে তাকে বাংলাদেশের হাতে তুলে দেয়ার সম্ভাবনা খুব কম।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলামও মনে করেন যে, সোহেল রানার ভারতে বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে বাংলাদেশের তাকে হাতে পাওয়ার সম্ভাবনা কম।

চ্যাংড়াবান্ধা সীমান্তে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয় ভারতে বেআইনিভাবে অনুপ্রবেশ করার জন্য। তাকে তিনদিনের পুলিশ রিমান্ড এবং তারপর ১৩ দিনের জেল হেফাজত দেয়া হয়। একজন সাধারণ অনুপ্রবেশকারীর যে ধারায় সাজা হয়, সোহেল রানারও সেই ধারায় সাজা হবে বলে জানিয়েছেন কোচবিহারের এক উচ্চপদস্থ পুলিশ অফিসার। তবে তিনি স্বীকার করেন যে, বাংলাদেশ সোহেল রানার কাস্টডি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে।

গ্রেপ্তারকৃত সোহেল রানা সম্পর্কে কোচবিহার পুলিশের কাছে যে ইন্টেলিজেন্স ইনপুট এসেছে তা মারাত্মক। সোহেল রানা ঢাকার চারটি অভিজাত আবাসনে চারটি বিলাসবহুল ফ্ল্যাটের মালিক। এছাড়াও ৯ কোটি টাকা মূল্যের একটি কমার্শিয়াল বিল্ডিংয়ের মালিকও সে। আছে প্রচুর জমিজমা, চারটি দেশে সম্পত্তি ও তিনটি ব্যবসার মালিক সোহেল রানা। বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির ডিলারশিপও আছে সোহেল রানার নামে। টি অ্যান্ড জি নামে কোম্পানি চালাত সোহেল রানা গুলশান এবং উত্তরার গরিব নেওয়াজ এভিনিউ থেকে। এছাড়াও পূর্বাচলে প্লট, কুড়িল বিশ্বরোডের ই ও আই ব্লকে জমি, খাগড়াছড়িতে রিসোর্ট। একজন পুলিশ অফিসার এত সম্পত্তির মালিক কীভাবে হতে পারে তা নিয়ে চক্ষু চড়কগাছ এপার বাংলার পুলিশের। এছাড়াও হিউম্যান ট্রাফিকিংয়ের অভিযোগ আছে সোহেল রানার বিরুদ্ধে। আটশো ইউরোর বিনিময়ে ইউরোপে মানবপাচার নাকি সে করতো। সোহেল রানা নিজে এখন বাংলাদেশে ফিরতে নারাজ। সে ভারতের জেলে পচে মরতেও রাজি বাংলাদেশে বিচারের মুখে পড়ার থেকে। বাংলাদেশের একটি প্রভাবশালী মহলও চেষ্টা চালাচ্ছে সোহেল রানা যাতে বাংলাদেশে ফিরতে না পারে। কারণ, তাহলে এই কীর্তিমানদের অনেক কীর্তি ফাঁস হয়ে যাবে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ