শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

হাঁটতে বেরিয়ে না ফেরার দেশে ক্রিকেটার মুর্তজা

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
অকাল মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভারতের ক্রিকেটার মুর্তজা লোধগার। তার বয়স হয়েছিল ৪৫ বছর।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিশাখাপত্তনমে রাতের খাওয়া শেষে হৃদরোগে আক্রান্ত মারা যান এই ক্রিকেটার।

ভারতের গণমাধ্যম জানিয়েছে, নৈশভোজ শেষে রুটিনমাফিক হাঁটাহাঁটি করছিলেন মুর্তজা। সেই সময় হঠাৎ করেই বুকের বাঁ-দিকে চিনচিনে ব্যথা অনুভব করেন তিনি।

ব্যথা এতটাই বেড়ে যায় যে মূহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মুর্তজা দেশটির মিজোরাম অনুর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন। এই মূহূর্তে তার দল ভিনু মানকড় ট্রফিতে খেলছে। দলের সঙ্গে বিশাখাপত্তনমে ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় পশ্চিমবঙ্গের সাবেক বাঁ-হাতি স্পিনারের।

কলকাতার হয়ে নয়টি রঞ্জি ম্যাচ খেলেন মুর্তজা লোধগার। ৩৪টি উইকেট শিকার করেন তিনি। মিজরামের কোচ ও সাবেক ক্রিকেটার মৃত্যুতে সম্মান জানাতে পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (সিএবির) পতাকা অর্ধনমিত রাখা হবে। বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জে লিগের ম্যাচে ক্রিকেটাররা কালো ব্যাজ পরে মাঠে নামবেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ