বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সিআইডির সাবেক ডিআইজি নজরুলকে তলব

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক ডিআইজি (অব.) নজরুল ইসলামকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ বিষয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে দুদক সূত্র জানায়।

ইতিমধ্যেই আগামী ১৯ সেপ্টেম্বর বেলা ১১টায় তাকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত তারিখে নজরুল ইসলাম হাজির না হলে, অভিযোগের বিষয়ে তার কোন বক্তব্য নেই মর্মে গণ্য হবে।

এর আগে সাবেক ডিআইজি নজরুল ইসলামের অবৈধ সম্পদ অর্জনের খোঁজ পায় দুদক। এই অভিযোগের বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একজন কর্মকর্তা নিয়োগ করে দুদক।

অভিযোগ রয়েছে, সিআইডির ডিআইজি থাকাকালীন অবৈধ পন্থায় অর্থ উপার্জন করেন নজরুল ইসলাম।তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ