বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

৮ কাস্টমস কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত মালামাল খালাসে ৮৫০ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে চট্টগ্রাম কাস্টম হাউজের ৮ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংস্থার উপ-পরিচালক মো. নাসির উদ্দিনের নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদ করা ব্যাক্তিরা হলেন- রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা সাইফুন নাহার জনি, মির্জা সাইদ হাসান ফরমান, মাহমুদুল হাসান মুন্সী, মাহবুবার রহমান, ওমর ফারুক, সাইফুল ইসলাম ও মাহমুদা আক্তার লিপি।

দুদক সূত্র জানায়, চট্টগ্রাম কাস্টমস হাউজের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বদলীকৃত দুজন কর্মকর্তার আইডি ব্যবহার করে সাত জন সিএন্ডএফ ব্যবসায়ীর সহযোগীতায় চট্টগ্রাম বন্দর থেকে আমদানিকৃত মালামাল খালাস করে ৮৫০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাত করেছেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ