শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

সালমান শাহ : হারিয়ে যাওয়া নক্ষত্র

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
ঢাকাই চলচ্চিত্রে সালমান শাহ’র অভিষেক ছিল ধূমকেতুর মতো। অল্প দিনেই জয় করলেন দর্শক হৃদয়। এভাবেই হয়ে উঠলেন সুপারস্টার। কিন্তু এই তারকা ক্যারিয়ার শুরুর মাত্র ৪ বছর পরই যেন হারিয়ে গেলেন। এই উজ্জ্বল নক্ষত্রকে হারানোর ২৫ বছর আজ।

তার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা-ভালোবাসা আর চোখের জলে ভক্তরা স্মরণ করেছেন তাকে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকল ভক্ত-অনুরাগীদের ফাঁকি দিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় পরও সিনেমাপ্রেমীদের হৃদয়ে ভালোবাসার সুপারস্টার হয়ে আছেন এই তারকা। আর তাইতো ৬ সেপ্টেম্বর দিনটি ভক্ত-অনুরাগীদের কাছে শোকের। প্রিয় অভিনেতাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে স্মরণ করছে তারা।

১৯৭০ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন সালমান শাহ। সিনেমাপ্রেমীদের হৃদয়ে দাগকাটা এ অভিনেতার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তার বাবার নাম কমর উদ্দিন চৌধুরী এবং মা নীলা চৌধুরী।

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিষেক করেন বাংলা চলচ্চিত্রে। একই সিনেমায় অভিনেত্রী হিসেবে অভিষেক হয় মৌসুমীর। সবাইকে তাক লাগিয়ে দিয়ে প্রথম সিনেমাতেই সাফল্যের দেখা পান তিনি। পোশাক-পরিচ্ছদ ও নিজস্ব ফ্যাশন স্টাইলের জন্য তরুণদের হৃদয়ে জায়গা করে নেন। নায়ক ও ব্যক্তি সালমান উভয় দিক থেকেই জনপ্রিয়তার শীর্ষে।

জনপ্রিয় এ তারকা অভিনীত শেষ সিনেমা ছিল ‘বুকের ভেতর আগুন’। তার সঙ্গে জুটি বেঁধে সবচেয়ে বেশি ১৪টি সিনেমায় অভিনয় করেছেন শাবনূর। মাত্র তিন বছর বড় পর্দায় কাজ করেছিলেন। অল্প সময়ে দর্শকদের দিয়েছেন সুপারহিট সিনেমা। এছাড়া মোট ২৭টি সিনেমায় অভিনয় করেছেন।

১৯৯৬ সালে সালমান শাহ’কে তার ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশের একাধিক রিপোর্টে তার মৃত্যুর বিষয়টিকে আত্মহত্যা বলা হয়েছে। কিন্তু শুরু থেকেই তার মা নীলা চৌধুরীর দাবি, সালমান শাহকে হত্যা করা হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ