শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

পুলিশ ফাঁকি দিয়ে যেভাবে দুই যুগ আত্মগোপনে

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক 
রাজধানীর মিরপুর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর র‍্যাব বলছে, গ্রেপ্তার ব্যক্তি একটি হত্যা মামলার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং হত্যাকাণ্ডের পর আত্মগোপনে ছিল; কখনও গ্রেপ্তার হয়নি।

সোমবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক বলেন, রোববার রাতে মিরপুর পাইকপাড়া থেকে আবুল কালাম আজাদ (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, ১৯৯২ সালে রংপুর জেলার ইব্রাহিম হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিল আজাদ।

তিনি বলেন, ২৯ বছর পূর্বে ২৪ জুন ১৯৯২ রাত সাড়ে ৮টার দিকে বাজার থেকে ফেরার পথে রংপুরের মিঠাপুকুর থানার গুটিবাড়ী সরকারপাড়া এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পনা করে মো. ইব্রাহিম ওরফে ইব্রাকে কয়েকজন মিলে ধারলো দেশীয় অস্ত্র দিয়ে গুরুতরভাবে জখম করে এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনার পর নিহতের ভাই মো. মফিজ উদ্দিন মিঠাপুকুর থানায় মোঃ আবুল কালাম আজাদসহ ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

মোজাম্মেল হক বলেন, মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদসহ এজহারনামীয় ৩ জনের বিরুদ্ধে আদালতে একই বছর ডিসেম্বর মাসে চার্জশীট দাখিল করেন এবং এজাহার নামীয় বাকি ৩ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার্জশীট থেকে অব্যাহতি প্রদান করেন।

পরে বিচারক আসামি ফারাজ উদ্দিন (৫০), আবু ওরফে আবু ডাকাত ও মো. আবুল কালাম আজাদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

সাজা ঘোষণার সময় ফারাজ উদ্দিন গ্রেপ্তার ছিল এবং পরে পুলিশ আবু ডাকাতকে গ্রেপ্তার করলেও আবুল কালাম আজাদ পলাতকই থেকে যায়।

তিনি বলেন, বাকি দুই আসামি সাজা খেটে বর্তমানে স্বাভাবিক জীবন যাপন করছে আর আজাদ ধরা পড়লো ঘটনার ২৯ বছর পর।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় আজাদ মা-বাবার একমাত্র সন্তান এবং ১৯৯১ ফাজিল পাশ করেন।

র‍্যাব কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও হত্যা মামলার আসামি হওয়ার কারণে এবং পালিয়ে পালিয়ে থাকার দরুন যাবজ্জীবন চাকুরি করতে পারেনি।

তিনি বলেন, ২০১৪ সালে তার বাবা মৃত্যুবরণ করেন। গত ২০০৭ সালে আসামি নাম পরিচয় গোপন করে তার পার্শ্ববর্তী বদরগঞ্জ থানার এলাকায় বিয়ে করলেও তা টেকেনি।

তিনি বলেন, গ্রেপ্তার এড়াতে আজাদ আড়ালে ২০০১ সাল পর্যন্ত রংপুর বিভাগের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকে।

পরিচিতি লোকজন থেকে নিজেকে আড়াল করে রাখার জন্য ২০০১ সালে ঢাকায় চলে আসে।

আজাদ বিভিন্ন কনস্ট্রাকশন বিল্ডিং এ নির্মান শ্রমিক হিসাবে কাজ করে আসছিলো।

তিনি বলেন, এনআইডিতে নিজের নাম দিয়েছেন আজাদ মিয়া। তবে বাবার নাম ও অন্যরা পরিচয় ঠিক ছিল।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাদি মারা গেছেন আর বাদির এক ছেলে ছিল সেও মারা গেছেন। বাদির এক মেয়ে ছিল কিন্তু ওই সময় ছোট থাকায় তেমন মনে নেই।

আর ১৯৯২ সালে বর্তমানের মত টেকনোলজিও ছিল না। তাই আত্মগোপনে থাকতে সুবিধা হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ