শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

পাইলট নওশাদের মরদেহ দেশে, বনানীতে দাফন

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ দেশে আনা হয়েছে। মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে তার মরদেহ বহনকারী ফ্লাইটটি ভারত থেকে ঢাকায় পৌঁছায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের  উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ক্যাপ্টেন নওশাদের মরদেহ বহনকারী ফ্লাইটটি সকাল ৯টা ১০ মিনিটে ঢাকায় আসে।

ভারতের নাগপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে নওশাদের মৃত্যু হয়। নওশাদ সবশেষ নাগপুরের কিংসওয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

গত শুক্রবার সকালে বিমানের একটি ফ্লাইটে ওমানের মাসকাট থেকে ১২৪ জন যাত্রী নিয়ে ঢাকায় ফিরছিল। ভারতের আকাশসীমায় থাকা অবস্থায় ৪৪ বছর বয়সী এই পাইলটের হার্ট অ্যাটাক হয়।

পরে বিমানটিকে মহারাষ্ট্রের নাগপুরের বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ক্যাপ্টেন নওশাদ ২০১৬ সালের ২২ ডিসেম্বর বিমানের আরেকটি ফ্লাইট জরুরি অবতরণ করিয়ে ১৪৯ জন যাত্রীর জীবন বাঁচিয়েছিলেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ