শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

দেশে করোনায় আরও ৮৬ জনের মৃত্যু

spot_img
spot_img
spot_img

 

নিজস্ব প্রতিবেদক
দেশে করোনাভাইরাস সংক্রমনে আরও ৮৬ জনের মৃত্যু, হয়েছে। শনাক্তের সংখ্যা তিন হাজারের বেশি।সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয়। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে তিন হাজার ৩৫৭ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা) করোনাভাইরাস সংক্রমণে ৯৪ জনের মৃত্যু হয়। নতুন রোগী শনাক্ত হয় ৩ হাজার ৭২৪ জন।

রবিবারের তুলনায় সেমাবার মৃত্যুর সংখ্যা বাড়লেও নতুন রোগী ও শনাক্তের হার কমেছে। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ৮৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল স্বাস্থ্য অধিদপ্তর।

ওই সময়ের মধ্যে রোগী শনাক্ত হয়েছিল ৩ হাজার ৯৪৮ জন।

অন্যদিকে, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ৮৫৫ জনের নমুনা পরীক্ষা হয়। এর ১২ দশমিক ০৭ শতাংশের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

এর আগের ২৪ ঘন্টায় শনাক্তের হার ছিল ১৪ দশমিক ১৪ শতাংশ।

সোমবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৯৭ হাজার ২৬১। মোট মৃত্যু হয়েছে ২৬ হাজার ১০৯ জনের।

আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ১৮৬ জন।

করোনাক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে নারী ৪৯ জন এবং পুরুষ ৪৫ জন।

এ সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪৩ জনের মৃত্যু হয়েছে।

এরপর চট্টগ্রাম বিভাগে ২৭ জন মারা গেছেন। সিলেট বিভাগে সাতজনের মৃত্যু হয়েছে। বাকিরা অন্যান্য বিভাগের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস সংক্রমণ দেখা দেয়।

এরপর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।

এদিকে চলতি মাসের শুরু থেকেই দেশে করোনা সংক্রমন রুখতে গণটিকাদান শুরু করে সরকার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৯৬ হাজার ৬৮১ জনের।

এখন পর্যন্ত বিশ্বে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২১ কোটি ৬২ লাখ ২৯ হাজার ৭৪১ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপরে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিল ও ভারতে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ