শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মোবাইল সেট ভিজে গেলে যা করবেন

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক

বৃষ্টিসহ নানাভাবে ভিজে যেতে পারে আপনার মোবাইল সেট। ভিতরে পানি ঢুকে এন্ড্রয়েডসহ নানাবিধ সিস্টেম অকার্যকর হয়ে যেতে পারে। ওয়াটার প্রুফ সেট না হলে সম্পূর্ণ নষ্ট হয়েও যেতে পারে। এমন পরিস্থিতিতে পড়লে কী করবেন?

এটা প্রকৃতপক্ষেই ভাবনার বিষয়। বিপদও বটে। আসুন জেনে নেই মোবাইল ফোন সেট ভিজে গেল বা পানিতে পড়ে গেলে কী করণীয়।

মোবাইল বৃষ্টিতে ভিজে গেলে, সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটি সুইচ্ড অফ করা উচিত। ফলে প্রাথমিক ভাবে বিপদের আশঙ্কা কিছুটা কমানো যাবে।

বাড়ি ফেরার আগে বা কোনও নিরাপদ শুকনো জায়গায় যাওয়ার আগে ফোনটি আর ব্যবহার করবেন না। নিরাপদ জায়গায় পৌঁছেই ফোনটির সিম কার্ড খুলে ফেলুন।

শুকনো কাপড় বা টিস্যু কাগজ দিয়ে ফোন, ব্যাটারি এবং সিমকার্ড ভাল করে মুছে নিয়ে ফোনটিকে ইলেকট্রিক বালবের কাছে রেখে দিন।

১০-১৫ মিনিটেই ভিজে থাকা ফোনের সব জল শুকিয়ে যেতে পারে। কিন্তু সম্ভব হলে সারা রাত ফোনটিকে বন্ধ করেই রেখে দিন।

ভিতরের সার্কিটের ক্ষতি না হয়ে থাকলে ফোন চালু হবে এবং স্বাভাবিক ভাবেই কাজ করবে।

বৃষ্টির মৌসুমে বাইরে যাওয়ার সময় ফোনকে সুরক্ষিত রাখতে ফোনের জন্য কোনো ওয়াটারপ্রুফ ব্যাগ কিংবা প্লাস্টিক ব্যাগে ফোন রাখুন।

এরপরেও ফোনে কোনো সমস্যা হয় তা হলে ফোনটি নির্দিষ্ট সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে।

পূর্ব সতর্কতা

মোবাইল যাতে ভিজে না যেতে পারে বা মোবাইল ফোনে যাতে পানি ঢুকতে না পারে সেক্ষেত্রে আগেই থেকেই কিছু টিপস মাথায় রাখা প্রয়োজন। তা হচ্ছে- বৃষ্টি হতে পারে এমন আশঙ্কা দেখলেই পলিথিন বা এ ধরণের ওয়াটার প্রুফ প্যাকেটে মোবাইলটি ঢুকিয়ে ফেলতে হবে। আর শিশুদের নাগালের বাইরে রাখতে হবে মোবাইল ফোন সেট। কারণ- শিশুরা যেকোনো সময় মোবাইল সেটটি ঘরে থাকা বালতি, জগ বা পানি রাখা যেকোনো পাত্রে ফেলে দিতে পারে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ