শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আরও ১১৭ জনের মৃত্যু

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
দেশে ২৪ ঘণ্টায় (রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা) করোনায় আরও ১১৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী সনাক্ত হয়েছে ৫ হাজার ৭১৭ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।

রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে দেশে করোনা সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি জানানো হয়েছে।

আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু কমলেও রোগী শনাক্ত বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে শনাক্তের হার।

আগের ২৪ ঘণ্টায় ১৩৯ জনের মৃত্যু হয়েছিল। রোগী শনাক্ত হয়েছিল ৪ হাজার ৮০৪ জন। তবে ওই সময় গত ২৪ ঘণ্টার তুলনায় পরীক্ষা কম হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৭৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়ে ১৫ দশমিক ৫৪ শতাংশ। আগের দিন ৩১ হাজার ৬৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ১৫ দশমিক ১৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫। মোট মৃত্যু হয়েছে ২৫ হাজার ৩৯৯ জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৮২ জন।

গত ২৪ ঘণ্টায় যে ১১৭ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ৫৩ জন করোনাভাইরাসও নারী ৬৪ জন। ঢাকা বিভাগের সবচেয়ে বেশি ৪০ জনের মৃত্যু হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে ২৯ জন মারা গেছেন। সিলেট বিভাগে ১৩ এবং খুলনা বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে। বাকিরা অন্যান্য বিভাগের।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ