শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

টি-২০ বিশ্বকাপ নিয়ে যা বললেন মরগান

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
গেল দুই বছরের ধারাবাহিক পারফরমেন্সের কারণে টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য দল প্রস্তুত বলে জানালেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়োইন মরগান।
২৩ অক্টোবর আবু ধাবি স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করবে ইংল্যান্ড।
বিশ্বকাপের শুরুর আগে মরগান জানালেন, ধারাবাহিকতাই ইংল্যান্ডের সবচেয়ে বড় শক্তি। পারফরমেন্সের ধারাবাহিকতাই আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ইংল্যান্ডকে অনেক দূর নিয়ে যাবে বলে বিশ্বাস মরগানের।
মরগান বলেন, ‘আমি মনে করি, গত দুই বছরের পারফরমেন্সে আমাদের সবচেয়ে বড় শক্তি হলো ধারাবাহিকতা।’
তবে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ মরগান। তিনি বলেন, ‘টি-টুয়েন্টি ক্রিকেটে ম্যাচে পরিস্থিতি খুব দ্রুত বদলে যায় এবং দারুণ সব প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গড়া আমাদের দল। আমি মনে করছি আমাদের কাছে প্রত্যেকটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ।’
মরগানের নেতৃত্বে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতে ইংল্যান্ড। তাই প্রথম দল হিসেবে একই সময়ে ওয়ানডে ও টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের সুযোগ ইংল্যান্ডের সামনে। টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী মরগান, ‘আমাদের সবকিছু সুন্দরভাবে চলছে। আমাদের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, আমরা আরো ভালো দল হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং শিখছি। কারন টুর্নামেন্টটি দেশের বাইরে হবে।’
পাঁচ বছর আগে হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। শেষ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১৯ রান। বেন স্টোকসের করা ঐ ওভারে প্রথম চার বলে টানা চার ছক্কা মেরে ইংল্যান্ডের শিরোপা জয়ের স্বপ্নে পানি ঢেলে দেন কালোর্স ব্র্যাথওয়েট।
তবে সেই দুঃস্মৃতি ভুলে ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। সাম্প্রতি সময়ে টি-টুয়েন্টি ক্রিকেটে অপ্রতিরোধ্য তারা। গত দুই বছরে আটটি টি-টুয়েন্টি সিরিজে মাত্র একটিতে হেরেছে ইংলিশরা। ছয়টিতে জয়। একটি সিরিজ ড্র হয়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ