শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

কোহলি-গাঙ্গুলীর বিশ্বকাপ ছক

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
বর্তমানে টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ডে রয়েছে ভারত। ইংল্যান্ড সিরিজ শেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চর্তুদশ আসরের বাকী অংশ খেলতে সংযুক্ত আরব আমিরাত যাবে ভারত। এরপর মরুর দেশেই টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে টিম ইন্ডিয়া। এখনও দু’মাস বাকী থাকলেও, ইংল্যান্ডে বসেই বিশ্বকাপ জয়ের নকশা কষে ফেললেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাাঙ্গুলী।
টেস্ট সিরিজ চলাকালীনই বিশ্বকাপ নিয়ে বৈঠক করলেন কোহলি-গাঙ্গুলী, বিসিসিআই’র সচিব জয় শাহ ও সহ-সভাপতি রাজীব শুক্লা।।
বিশ্বকাপ নিয়ে দলের পরিকল্পনা করতেই বৈঠকে বসেছিলেন কোহলি-গাঙ্গুলী। এছাড়া টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করাও বড় ইস্যু ছিলো কোহলি-গাঙ্গুলীর বৈঠকে।
বোর্ডের এক কর্মকর্তা জানান, লর্ডসে ভারত-ইংল্যান্ড টেস্ট দেখতে ইংল্যান্ড উড়ে গিয়েছিলেন বিসিসিআই কর্তারা। সেখানেই কোহলির সাথে বৈঠকে বসেন বিসিসিআই সভাপতি গাঙ্গুলী এন্ড কোং। বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা প্রকাশ্যে আনতে নারাজ ঐ বোর্ড কর্মকর্তা।
তবে ঐ বোর্ড কর্মকর্তা জানান, টি-টুয়েন্টি বিশ্বকাপই যে আলোচনার মূল ইস্যু ছিলো, তা সকলেই বুঝতে পারছেন। কোহলির নেতৃত্বে ভারতীয় ক্রিকেটে সাফল্য এলেও আইসিসির সর্বোচ্চ পর্যায়ের ট্রফি এখনও অধরা। তাই এবার টি-টুয়েন্টি বিশ্বকাপ জিততে মরিয়া কোহলি-গাঙ্গুলী। চূড়ান্ত দল নিয়েও আলোচনা হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ