শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আপাতত বরিশালে বিজিবি নামছে না

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলার ঘটনার পর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে বর্ডার গার্ড সদস্য (বিজিবি) মোতায়েনের সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে। তবে পরিস্থিতির অবনতি হলে যেকোনো মুহূর্তে যেন বিজিবি সদস্যদের মাঠে নামানো যায়, সে রকম প্রস্তুতি রাখা হয়েছে। আজ শুক্রবার বরিশাল জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) নাজমুল হুদা সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজমুল হুদা বলেন, ১০ প্লাটুন বিজিবি ও ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছিল। বৃহস্পতিবার রাতে ম্যাজিস্ট্রেটরা এসেছেন। তবে শহরের পরিস্থিতি এখন শান্ত, তাই বিজিবি সদস্য মোতায়েন বা টহলও এখন শুরু করা হচ্ছে না। তবে শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হলে যেন তাৎক্ষণিকভাবে তাঁদের মাঠে নামানো যায়, সে জন্য বিজিবি সদস্যরা আশপাশের জেলায় অবস্থান নিচ্ছেন। প্রয়োজন হলে আসবেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ