শুক্রবার | ১৮ অক্টোবর ২০২৪
Cambrian

পঞ্চগড়ে টানা ৭ দিন বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

উত্তরে হিমালয় নিকটে হওয়ায় পঞ্চগড়ে বরাবরই শীতের প্রকোপ বেশি থাকে। শীতকালে অধিকাংশ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে প্রান্তিক এ জেলায়। এবারও কমতে শুরু করেছে তাপমাত্রা।

বুধবার (১৯ অক্টোবর) সকালে জেলার তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের মধ্যে সর্বনিম্ন বলছে আবহাওয়া দপ্তর। এ ছাড়া চলতি বছরে গত সাত দিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে জেলাটিতে।

এর আগে, গত ১৩ অক্টোবর সকাল ৯টায় ২২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, ১৪ অক্টেবর ২১ দশমিক ৫, ১৫ অক্টোবর ২১ দশমিক ১, ১৬ অক্টোবর ২১ দশমিক ১, ১৭ অক্টোবর ২০ দশমিক ৯ এবং গতকাল ১৮ অক্টোবর সকাল ৯টায় ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এদিকে, তাপমাত্রা কমলেও শীত জেঁকে বসেনি। গত সপ্তাহের তুলনায় কুয়াশার পরিমাণ কমে গিয়ে সকালেই দেখা মিলছে সূর্যের। তবে রাতভর উত্তরের হিমেল বাতাসে শীত অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, টানা সাতদিন তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এখন দিনদিন তাপমাত্রা কমতে থাকবে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ