শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

দুর্ভাগ্যের হারে বিদায় বাংলাদেশের

spot_img
spot_img
spot_img

স্পোর্টস ডেস্ক

টিকে থাকা ও মর্যাদার লড়াইয়ে পারেনি বাংলাদেশ- এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২ উইকেটে হেরে বিদায় নিয়েছে সবার আগে। আফগানিস্তানের কাছে ৮ উইকেটে বিধ্বস্ত হওয়া শ্রীলঙ্কা পৌঁছেছে সুপার ফোরে। একাদশে ৩ পরিবর্তন এনে এবং দীর্ঘ সময় পর মেহেদি হাসান মিরাজ ও সাব্বির রহমানকে খেলিয়ে ওপেনিং করানো বাংলাদেশ দারুণ ব্যাটিং নৈপুণ্য দেখায়।

তাই বৃহস্পতিবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৩ রানের পুঁজি পায় বাংলাদেশ। আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহটাকে পেরোতে লঙ্কানরাও দুর্দান্ত ব্যাটিং করে। শেষ ওভার পর্যন্ত দারুণ উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ম্যাচের নিয়ন্ত্রণ বারবার দুই দলের পক্ষে গেছে। তবে শেষদিকে বাংলাদেশী বোলারদের নিয়ন্ত্রণহীন বোলিং, বেশ কিছু অতিরিক্ত রানই পার্থক্য গড়ে দেয়।

এশিয়া কাপ টি২০-তে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়ে শ্রীলঙ্কা। ৪ বল হাতে রেখে (১৯.২ ওভার) ৮ উইকেটে ১৮৪ রান তুলে জয় নিশ্চিত করে তারা। গত দুই আসরের রানার্সআপ বাংলাদেশ বিদায় নিল গ্রুপ পর্ব থেকেই। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হারে তারা।

শেষ ৪ ওভারে ৪৩ রান প্রয়োজন পড়ে লঙ্কানদের, কিন্তু শানাকা ১৮তম ওভারে শেখ মেহেদির অফস্পিনে সাজঘরে ফেরেন। তিনি ৩৩ বলে ৩ চার, ২ ছয়ে ৪৫ রান করেন। ৪ উইকেট হাতে নিয়ে শেষ ৩ ওভারে ৩৪ রান প্রয়োজন পড়ে লঙ্কানদের। ১৮তম ওভারে মেহেদি ১ উইকেট নিলেও খরচা করেন ৯ রান।

২ ওভারে ২৫ রান দরকার শ্রীলঙ্কার। ওই সময়ই এবাদত একটি অগোছাল ওভার করেন, ১৯তম ওভারে একটি উইকেট নিতে পারলেও দেন ১৭ রান। তিনিই দলকে ম্যাচের নিয়ন্ত্রণ পাইয়ে দিয়েছিলেন, তিনিই আবার ডুবিয়েছেন শেষ মুহূর্তে। শেষ ওভারে মেহেদির ২ বল থেকেই একটি ‘নো’ বলের সুবাদে লক্ষ্য পেরিয়ে যায় লঙ্কানরা। এশিয়া কাপ টি২০-তে সর্বাধিক রান তাড়ার রেকর্ড গড়ে তারা ১৯.২ ওভারে ৮ উইকেটে ১৮৪ রান তুলে। এর আগে ২০১৬ সালের টি২০ এশিয়া কাপে শ্রীলঙ্কার দেয়া ১৫১ রানের টার্গেট তাড়ায় জিতেছিল পাকিস্তান।

বাংলাদেশের বিপক্ষে এটি কোন দলের দ্বিতীয় সর্বাধিক রান তাড়ার রেকর্ড। এর আগে ২০১৮ সালে ১৯৪ রানের টার্গেট দিয়ে শ্রীলঙ্কার কাছেই ৬ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ।  এবাদত ৪ ওভারে ৫১ রানে ৩টি ও দুর্দান্ত বোলিং করা তাসকিন ৪ ওভারে ২৪ রানে ২টি উইকেট নেন।

স্কোর ॥ বাংলাদেশ ইনিংস- ১৮৩/৭; ২০ ওভার (আফিফ ৩৯, মিরাজ ৩৮, মাহমুদুল্লাহ ২৭, মোসাদ্দেক ২৪*, সাকিব ২৪; চামিকা ২/৩২, হাসারাঙ্গা ২/৪১)।

শ্রীলঙ্কা ইনিংস- ১৮৪/৮; ১৯.২ ওভার (মেন্ডিস ৬০, শানাকা ৪৫, নিশঙ্কা ২০; এবাদত ৩/৫১, তাসকিন ২/২৪)।

ফল ॥ শ্রীলঙ্কা ২ উইকেটে জয়ী।

ম্যাচসেরা ॥ কুসল মেন্ডিস (শ্রীলঙ্কা)।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ