শুক্রবার | ১৮ অক্টোবর ২০২৪
Cambrian

ময়মনসিংহ সিটি করপোরেশনের এক কাউন্সিলরের ব্যক্তিগত আক্রোশে নির্মাণ বন্ধের অভিযোগ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের শম্ভুগঞ্জ মাঝিপড়ায় রাস্তার জায়গা দাবি করে স্থানীয় কাউন্সিলর মার্কেট ভবন নির্মাণ কাজে বাঁধা দিচ্ছেন। ভবন নির্মাণে মেয়রের অনুমতিপত্র থাকার পরও বিভিন্ন লোকজন দিয়ে হয়রানী করা হচ্ছে।
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মলনে ভুক্তভোগি হুমায়ূন কবির খোকন এই অভিযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন, মারুফ হোসেন, হাবিব ও সোহেল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হুমায়ুন কবির খোকন বলেন, ২০২১ সালে শম্ভুগঞ্জ মাঝিপাড়া মোড়ে ৮ শতাংশের বেশী রঘুরামপুর মৌজারস্থ ৪৮৯ দাগের জমির উপর একটি এক তলা ভবন নির্মাণ শুরু করেন। গত জানুয়ারিতে স্থানীয় ৩৩ নম্বর কাউন্সিলর সিটি কর্পোরেশনের একজন ইঞ্জিনিয়ার ও সার্ভেয়ার নিয়ে রাস্তা মাপ দিয়ে চলে যান। জনস্বার্থে ৩ ফুট জায়গা ছেড়ে ভবন নির্মাণ শুরু করা হয়। গত বছর ভবনের ছাদ ঢালাইয়ের কাজ শুরু করা হলে কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে সিটি কর্পোরশেনের ম্যাজিস্ট্রেট বিল্ডিংয়ের অনুমতিপত্র দেখতে চায়। পরে কাজ বন্ধ রেখে মেয়রের কাছ থেকে অনুমতিপত্র এনে দেয়া হয়। এরপর পুনরায় ভবনের ছাদ ঢাল্ইায়ের কাজ শুরু করা হলে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট অনুমোদনের কাগজ দেখতে চায়। গত ৯ ফেব্রæয়ারি নগর পরিকল্পনাবিধ মানস বিশ্বাসের নেতৃত্বে সিটির সার্ভেয়ার জায়গার মাপ দেন। কিন্তু কাউন্সিলর সেই মাপ না মেনে পুনরায় এক সপ্তাহ পর জায়গা মাপার জন্য সময় নির্ধারণ করেন। আর তিনি বলেন, সিটির সার্ভেয়ার দিয়ে মাপ হবে না তার ব্যক্তিগত সার্ভেয়ার দিয়ে জায়গা মাপতে হবে। একপর্যায়ে উক্ত নির্মাণাধীন বিল্ডিংয়ের ভেতরে ৯ ইঞ্চি জায়গা রাস্তার জায়গা দাবি করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগি আরো বলেন, কাউন্সিলর শাহজাহান মনির সম্পূর্ণ ব্যক্তিগত শত্রæতা ও আক্রোশ মেটানোর জন্যই তার ক্ষমতার সর্বোচ্চ শক্তি ব্যবহার করছেন। কাউন্সিলরের অন্যায়-অত্যাচার ও ব্যক্তিগত ক্ষোভের হয়রানী থেকে রেহাই পেতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়রসহ সংশ্লিষ্টদের জরুরী হস্তক্ষেপের দাবি জানান তিনি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ