শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

জাপানে জব্দ হচ্ছে ১৭ রুশ নাগরিকের সম্পদ

spot_img
spot_img
spot_img

আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে নতুন করে ১৭ রুশ নাগরিকের সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নিয়েছে জাপান। স্থানীয় সময় আজ মঙ্গলবার জাপানের অর্থ মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। খবর রয়টার্সের।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে বিভিন্ন রুশ প্রতিষ্ঠান ও নাগরিকের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিতে থাকে আন্তর্জাতিক বিশ্ব। অনেক কোম্পানি ইতিমধ্যে রাশিয়ায় তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। কোনো কোনো দেশ দফায় দফায় নিষেধাজ্ঞা দিচ্ছে।

মঙ্গলবার জাপান নতুন করে ১৭ রুশ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। জাপানের অর্থ মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার ১১ সদস্য, ব্যাংকার ইয়ুরি কোভালচুক এবং ধনকুবের ভিক্টর ভেকসেলবার্গকে নতুন নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর এ নিয়ে মোট ৬১ রুশ নাগরিকের সম্পদ জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।

জাপান সরকারের শীর্ষ মুখপাত্র হিরোকাজু মাতসুনো বলেন, নিষেধাজ্ঞা নিয়ে জি-সেভেন-ভুক্ত অন্য দেশগুলো যে পদক্ষেপ নেবে, তার সঙ্গে সংগতি রেখে চলবে টোকিও। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এরপর থেকে নিষেধাজ্ঞা দেওয়ার আগে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব এবং জি–সেভেন–ভুক্ত অন্য দেশগুলোর সঙ্গে সংগতি রেখে যথাযথ পদক্ষেপ নেব।’

টোকিও ইতিমধ্যে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক, সাত বেসরকারি ব্যাংক এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউক্রেনে অভিযান চালাতে রাশিয়াকে সহযোগিতা করায় বেলারুশের কিছু নাগরিক ও ব্যাংককেও নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু করেছে জাপান।

জাপান সরকার বলেছে, শুক্রবার থেকে তারা নতুন করে রাশিয়ায় ৩১টি পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা কার্যকর করবে। এর মধ্যে রয়েছে যোগাযোগ সরঞ্জাম, সেন্সর, রাডার ও প্রযুক্তিপণ্য।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ