শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

দুশ’ মানুষ হত্যা করে খারসনের নিয়ন্ত্রণ নিলো রাশিয়া

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক

আজ বুধবার (২ মার্চ) রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সপ্তম দিন। সর্বশেষ ইউক্রেনের ‘খারসন’ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার সেনারা।

এর আগেও ইউক্রেনের কয়েকটি শহর রাশিয়া নিয়ন্ত্রণে নিয়েছে বলে বিবিসিসহ কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছিল।

আজ বিবিসির খবরে বলা হয়েছে, অন্তত দুইশ’ মানুষ হত্যা করে খারসন নামক শহরের নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী। নিহতদের বেশিরভাগ বেসামরিক নাগরিক।

নিয়ন্ত্রণ নেয়ার পর ইউক্রেনের শহর খারসান-এ রাশিয়া সেনাবাহিনী যুদ্ধযান

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ইউক্রেনে শহর খারসন রুশদের হাতে চলে যাওয়ার তথ্য জানিয়েছে। গুগলের তথ্য অনুযায়ী, এ শহরটিতে প্রায় আড়াই লাখ লোকের বাস।

এদিকে খারসনের মেয়র ইউক্রেনের কেন্দ্রীয় সরকার ছাড়াও মানবিক সহায়তা প্রদানকারী সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছেন। খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় জিনিসগুলোর সরবরাহ এবং আহত ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ঝিতোমিরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, হামলায় চারজন নিহত হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার পর কিছু আবাসিক ভবনে আগুন ধরে যায়। ইউক্রেনের জরুরি ব্যবস্থাপনা কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ পর্যন্ত ইউক্রেনের একাধিক শহরে রুশ সেনারা ঢুকেছে এবং তাদের সাথে ইউক্রেন বাহিনীর লড়াই চলছে- আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী এই হচ্ছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ