বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

খারকিভে কয়েক ডজন রুশ সেনার আত্মসমর্পণ : ইউক্রেন কমান্ডার

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
খারকিভে ইউক্রেনীয় বাহিনীর কমান্ডার ওলেগ সিনেগুবভ দাবি করেছেন, রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ২০ মাইল দূরে অবস্থিত শহরটিতে লড়াই চলাকালে কয়েক ডজন রুশ সেনা আত্মসমর্পণ করেছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেগুবভ তার ফেসবুক অ্যাকাউন্টে কয়েকজন সেনার ছবি পোস্ট করেছেন এবং তাদের রুশ সেনা বলে দাবি করেছেন।

বেসামরিক মানুষকে বাড়ির ভেতর থাকার পরামর্শ দিয়ে সিনেগুবভ বলেছেন, ‘রাশিয়ার যোদ্ধারা তাদের অবস্থান ছেড়ে বেসামরিকদের মধ্যে লুকিয়ে থাকার চেষ্টা করছে। মানুষের কাছে পোশাক ও খাবার চাচ্ছে তারা।’

এর আগে আজ রোববার ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ভাদিম ডেনিসেনকো বলেন, ‘রাশিয়ান বাহিনী আমাদের শহরগুলোতে প্রবেশের চেষ্টা করেছিল৷ কিন্তু কিয়েভ শহর, চেরনিহিভ শহর, মারিউপোল শহর, খারকিভ শহর সম্পূর্ণভাবে ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে। রাশিয়ানরা তাদের দল পাঠাচ্ছে এবং তারা গুরুত্বপূর্ণ অবকাঠামোতে গোলাগুলি চালাচ্ছে। তবে আমরা আমাদের সব শহরকে রক্ষা করেছি।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ