শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

নতুন নির্বাচন কমিশন নিয়ে বিএনপির আগ্রহ নেই : ফখরুল

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন গঠিত নির্বাচন কমিশন নিয়ে বিএনপির আগ্রহ নেই।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন গঠনের পর এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, আমরা আগেও বলেছি এখনও পরিষ্কার করে বলছি, শুধু নির্বাচন কমিশন নয় আওয়ামী লীগ যা কিছু করবে সব তাদের নিজেদের লোকদের দিয়ে করবে। সুতরাং প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনাররা আমাদের কাছে অর্থবহ নয়, তাই নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই।

এর আগে কাজী হাবিবুল আউয়ালকে নতুন প্রধান নির্বাচন কমিশানার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এছাড়া চারজনকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেয়া হয়েছে।

এরা হলেন জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত) বেগম রাশিদা সুলতানা, বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আহসান হাবীব খান, সিনিয়র সচিব (অবসরপ্রাপ্ত) মো. আলমগীর, সিনিয়র সচিব (অবসরপ্রাপ্ত) আনিছুর রহমান।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ