শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

আফিফ-মিরাজের জাদুতে খাদের কিনারা থেকে জয় পেলো বাংলাদেশ

spot_img
spot_img
spot_img

স্পোর্টস ডেস্ক
মুশফিক-সাকিবসহ একে একে টপ অর্ডারের ৬ জন ব্যাটসম্যান যখন গ্যালারিতে ফিরে গেলেন, রানের সংখ্যা তখন মাত্র ৪৫। এমন ব্যাটিংব্যর্থতার দিনে আফগানদের বিপক্ষে চমক দেখালেন আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত টিকে রইলো এই জুটি। দলের এমন দু:সময়- যখন কত রানে বাংলাদেশ একাদশ হারবে, সে ভাবনা ঘুরপাক খাচ্ছিলো ক্রীকেটপ্রেমিসহ সব ধরণের দর্শকের মাথায়- তখনই কী না যাদু দেখালেন আফিফ-মিরাজ। ঠান্ডা মেজাজে শেষ পর্যন্ত টিকে রইলো এই জুটি। ছুঁয়ে দিলেন ২১৫ রান করা আফগানদের দেয়া জয়ের লক্ষ্য। টস জিতে আফগানিস্তান একাদশ ব্যাট করতে নামে। ছুঁড়ে দেয় ২১৬ রানের লক্ষ্য। শেষ পর্যন্ত রূপকথার গল্পের মতো ওই জুটির ক্যারিশমায় চার উইকেটে জয় পেলো বাংলাদেশ, বাঁচলো দেশের মান।এই জয়ে ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ১-০তে।

৪৫ রানে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন খাদের কিনারায়, তখন দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষপর্যন্ত টিকে থেকে বাংলাদেশকে জয় এনে দেন আফিফ-মিরাজ। সপ্তম উইকেট জুটিতে বাংলাদেশের সবচেয়ে বড় জুটিই এখন এই দুই ব্যাটারের। দুজনের অনবদ্য ব্যাটিংয়ে রেকর্ড রানের জুটিতে শেষ পর্যন্ত ৪ উইকেটের অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। আফিফ ৯৩ ও মেহেদি ৮১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

যেনো এক রূপকথা

কেউ ভাবেনি বাংলাদেশ জিতবে! ১৮ রানের মধ্যে যখন লিটন-তামিমের পর মুশফিক আর সাকিবও ফিরে গেলেন, তখন বাংলাদেশের ব্যাটিং নিয়ে হাসাহাসিই হয়েছে। ৪৫ রানের মধ্যে যখন আরও দুই উইকেট গেল, তখন তো বাংলাদেশের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড নিয়ে ঘাঁটাঘাটি শুরু হয়েছে। ২১৬ রানের লক্ষ্য? ও নিয়ে তখন কে ভাবে!
কেউ ভাবেনি বাংলাদেশ জিতবে! ১৮ রানের মধ্যে যখন লিটন-তামিমের পর মুশফিক আর সাকিবও ফিরে গেলেন, তখন বাংলাদেশের ব্যাটিং নিয়ে হাসাহাসিই হয়েছে। ৪৫ রানের মধ্যে যখন আরও দুই উইকেট গেল, তখন তো বাংলাদেশের সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড নিয়ে ঘাঁটাঘাটি শুরু হয়েছে। ২১৬ রানের লক্ষ্য? ও নিয়ে তখন কে ভাবে!

ভাবতে বাধ্য করলেন আফিফ-মিরাজ।

দেখেশুনে খেলেছেন, কিন্তু কখনোই রানরেট নাগালের বাইরে যেতে দেননি। মিরাজ খেললেন ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস, ৮ ওয়ানডের ক্যারিয়ারে প্রথম অর্ধশতককেই স্মরণীয় বানিয়ে রাখলেন আফিফ। বাংলাদেশ এক শ পেরোলো, দেড় শ, দুজনের জুটিতে এক শ হলো। দুজনের জুটি রেকর্ডই গড়ল।

শেষ পর্যন্ত অবিশ্বাস্য রূপকথায় শেষ শব্দ হয়ে এল আফিফের ব্যাটের চার। ৭ বল হাতে রেখেই জিতে গেল বাংলাদেশ।
দেখেশুনে খেলেছেন, কিন্তু কখনোই রানরেট নাগালের বাইরে যেতে দেননি। মিরাজ খেললেন ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস, ৮ ওয়ানডের ক্যারিয়ারে প্রথম অর্ধশতককেই স্মরণীয় বানিয়ে রাখলেন আফিফ। বাংলাদেশ এক শ পেরোলো, দেড় শ, দুজনের জুটিতে এক শ হলো। দুজনের জুটি রেকর্ডই গড়ল।

শেষ পর্যন্ত অবিশ্বাস্য রূপকথায় শেষ শব্দ হয়ে এল আফিফের ব্যাটের চার। ৭ বল হাতে রেখেই জিতে গেল বাংলাদেশ।

দুই দলে ছিলেন যারা

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ইয়াসির আলি, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান

আফগানিস্তান একাদশ : রহমতউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নজিবউল্লাহ জাদরান, গুলবদিন নইব, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রেহমান, ইয়ামিন আহমদজাই, ফজলহক ফারুকি

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ