শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

৫ কলেজে সবাই ফেল

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ রোববার (১৩ ফেব্রুয়ারি)। দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে শিক্ষাবোর্ড এর চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী দিপুমনির কাছে ফলাফল হসবতান্তর করেন। এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশের পাঁচটি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল করেছেন। এর মধ্যে সবগুলো প্রতিষ্ঠানই সাধারণ শিক্ষাবোর্ডের অধীনে। মাদ্রাসা ও কারিগরি বোর্ডে শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠান নেই।

শূন্যপাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে চট্টগ্রাম বোর্ডে দুটি, দিনাজপুর বোর্ডে দুটি ও ময়মনসিংহ বোর্ডে একটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এবার মোট ৯ হাজার ১১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এইচএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছিলেন।

প্রসঙ্গত, করোনার কারণে ২০২০ সালে বিশেষ ব্যবস্থায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। সেই ফলে কোনো শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। আর শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯ হাজার ৬৩টি। সেই তুলনায় ২০২১ সালে শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠান কমেছে ৭ হাজার ১২৯টি।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ