শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

শাবি উপাচার্যকে অপসারণ বিষয়ক শিক্ষার্থীদের দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরবো : শিক্ষামন্ত্রী

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক সম্পন্ন হয়েছে। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উপাচার্যের অপসারণের দাবির বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে কথা বলবেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, রাষ্ট্রপতিই উপাচার্যের নিয়োগ বা অপসারণের সিদ্ধান্ত দেন। এ কারণে শাবি উপাচার্যের অপসারণ বিষয়ে শিক্ষার্থীদের সব বক্তব্য রাষ্ট্রপতির কাছে আমি তুলে ধরব।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

এর আগে বিকেল ৩টায় সিলেট সার্কিট হাউজে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে এ বৈঠক শুরু হয়। অবশ্য দুপুর দেড়টায় বৈঠক শুরু হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত তা হয়নি। শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা শুরু করে আন্দোলনকারী শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধি দল।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দলে ছিলেন, মোহাইমিনুল বাশার রাজ, ইয়াসির সরকার, নাফিসা আনজুম, সাব্বির আহমেদ, আশিক হোসাইন মারুফ, সাবরিনা শাহরিন রশীদ, সুদীপ্ত ভাস্কর, শাহরিয়ার আবেদীন, আমেনা বেগম, মীর রানা ও জাহেদুল ইসলাম অপূর্ব।

ডা. দীপু মনির সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সচিব ফেরদৌস আহমেদ সেখানে আছেন।

আলোচনা শুরুর আগে আন্দোলনকারীদের মুখপাত্র শাহরিয়ার আবেদীন বলেন, আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসছি। যার বিষয়বস্তু হচ্ছে উপাচার্যের পদত্যাগ এবং ক্লাস-পরীক্ষা চালু।

তিনি আরও জানান, এছাড়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, গুরুতর আহত সজল কুণ্ডুর জন্য এককালীন অর্থনৈতিক সহায়তা ও নবম গ্রেডের চাকরি নিশ্চিতকরণ, বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বাজেট বৃদ্ধি, পরীক্ষা পদ্ধতি পরিবর্তন, শিক্ষক নিয়োগে পিএইচডি ডিগ্রি এবং ডেমো ক্লাসের ভিত্তিতে নিয়োগ ইত্যাদি বিষয়ে আলোচনা হবে।

শাবিপ্রবির সাবেক অধ্যাপক ড. জাফর ইকবাল এবং অধ্যাপক ড. ইয়াসমিন হককে ইমেরিটাস অধ্যাপক হিসেবে সম্মানিত করার বিষয়টিও প্রস্তাবনায় থাকছে বলে জানান আন্দোলনকারীদের মুখপাত্র।

গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েকশ ছাত্রী। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ১৫ জানুয়ারি ছাত্রলীগ হামলা চালায়। পরদিন ১৬ জানুয়ারি শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিপেটা করে এবং শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে আন্দোলনটি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ