শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

লতা মঙ্গেশকর ভেন্টিলেটর সাপোর্টে

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক 

কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে ভেন্টিলেটর সাপোর্টে নেয়া হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছে।

মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক প্রতিত সামদানির বরাত দিয়ে এএনআইয়ের খবরে বলা হয়, ‘বর্ষীয়সী গায়িকা লতা মঙ্গেশকরের স্বাস্থ্যের অবস্থা আবার খারাপ হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। তিনি ভেন্টিলেটরে আছেন; থাকবেন চিকিৎসকদের পর্যবেক্ষণে।’জানুয়ারির শুরুতেই করোনা রিপোর্ট পজিটিভ আসে ৯২ বছর বয়সী মঙ্গেশকরের। তারপর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ১১ জানুয়ারি থেকে সেখানেই আছেন তিনি।

১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে গানের জগতে আসেন লতা। বিভিন্ন ভারতীয় ভাষায় ৩০ হাজার গান গেয়েছেন তিনি। তাকে কোকিলকণ্ঠী বলা হয়। একাধিক রাষ্ট্রীয় সম্মানে ভূষিত হয়েছেন লতা। পেয়েছেন ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকে ও একাধিক জাতীয় পুরস্কার।

এর আগে ২০১৯ সালে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ফেরত এসেছিলেন লতা। এবারেও তিনি ফিরে আসবেন, এই আশাতেই প্রার্থনা জানাচ্ছেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা তার অগণিত ভক্ত।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ