শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

লবিস্ট নিয়োগে জড়িতদের শিগগিরই সামনে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

spot_img
spot_img
spot_img
নিজস্ব প্রতিবেদক
লবিস্ট নিয়োগের নামে কারা কীভাবে বিদেশে টাকা পাঠিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবন এলাকায় রাজধানী স্কুলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি কিছু ভুল তথ্যের জন্য এমনটি হয়েছে। লবিস্ট নিয়োগের নামে কারা কীভাবে বিদেশে টাকা পাঠিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই তাদের সামনে আনা হবে। মন্ত্রী বলেন, বাংলাদেশে কেউ গুম হয় না। কেউ আত্মগোপন করে। পরে আবার ফিরে আসে।
এ সময় তিনি আরও বলেন, পাহাড়ে শান্তিচুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনা ক্যাম্পগুলো সরিয়ে নিয়ে সেখানে পুলিশ মোতায়েন করা হচ্ছে। পাহাড়ে বিচ্ছিন্ন ঘটনা নতুন নয়। এখানে ষড়যন্ত্র কাজ করে। সেগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে বাংলাদেশ ও ভারত সম্পর্ক আরও দৃঢ় হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। রাজধানী স্কুলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলেন, বাংলাদেশ শিক্ষা, সংস্কৃতিসহ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আরও এগিয়ে যাবে।
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ