শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

বাণিজ্য মেলায় বিক্রি ৪০ কোটি টাকা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্য মেলা থেকে ১৬ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ পাওয়া গেছে, আর মেলায় বিক্রি হয়েছে মোট ৪০ কোটি টাকার পণ্য। মেলা থেকে ভ্যাট আদায় হয়েছে দেড় কোটি টাকা।

 আজ সোমবার (৩১ জানুয়ারি), ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা জানান।

টিপু মুনশি বলেন, রাজধানী থেকে কিছুটা দূরে নতুন একটি জায়গায় এবারের বাণিজ্যমেলা হলেও তা সফল হয়েছে। তিনি বলেন, পূর্বাচলে নতুন জায়গায় প্রথমবারের মতো আয়োজিত এই মেলার সফলতা নিয়ে কিছুটা শঙ্কা ছিল। তবে মানুষের আগ্রহ থাকায় করোনার মধ্যেও মেলা সফল হয়েছে।

আগামী বছর বাণিজ্যমেলার পরিধি অনেক বড় হবে বলেও জানান তিনি।

এবারের মেলায় বিশেষ অবদান রাখার জন্য ১২ ক্যাটাগরিতে ৪২ অংশগ্রহণকারী, বিভিন্ন দফতরের ১০ কর্মকর্তা এবং ২৭টি সংস্থা পুরস্কার পেয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ