শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

খাগরিয়া ইউপিতে প্রচার নিয়ে সংঘর্ষ: ১৩ জন গুলিবিদ্ধ

spot_img
spot_img
spot_img
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
সংঘর্ষের সময় আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকরা গুলি করেছে বলে স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন অভিযোগ করলেও তা নাকচ করেছেন আক্তার হোসেন।
খাগরিয়া ইউনিয়নের জোড়ারকুল এলাকায় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে দুপুরে নিশ্চিত করেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আবদুল জলিল।তিনি বলেন, ‘নৌকার প্রার্থী ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। ঘটনার পর পরই অতিরিক্ত ফোর্স নিয়ে আমরা সেখানে এসেছি। কয়েকজন আহত আছে বলে জানতে পেরেছি। তবে এ মুহূর্তে আহতদের সংখ্যা ও নাম-পরিচয় জানাতে পারছি না। আহতরা দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে বলে খবর পেয়েছি। এলাকায় পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’
দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুমি দাশ গণমাধ্যকে বলেন, ‘সংঘর্ষের ঘটনায় আহত শিশু, নারী, পুরুষসহ ১৪ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ১৩ জনের শরীরে গুলি লেগেছে এবং একজনের মাথা ফেটে গেছে৷ পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেকে) হাসপাতালে পাঠানো হয়েছে ৷’
স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন বলেন, ‘ আজ সকালে জোড়ারকুলে গণসংযোগকালে নৌকা প্রার্থীর লোকজন আমাদের ওপর হামলা চালায়। তারা এ সময় গুলিও ছোড়ে। এতে শিশুসহ বেশ কয়েকজন আহত বলে জানতে পেরেছি।’ স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে নৌকার চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন বলেন, ‘আমরা তাদের ওপর হামলা করিনি। ওরা আমার এলাকায় এসে আমার এলোপাতাড়ি গুলি করেছে। আমার কয়েকজন লোক গুলিবিদ্ধসহ আহত হয়েছে। বর্তমানে আহতরা দোহজারী হাসপাতালে ভর্তি আছে।
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ