শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

দুই বাসের প্রতিযোগিতায় কিশোরের মৃত্যু: মামলার প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মগবাজারে দুই বাসের প্রতিযোগিতায় মাঝখানে চাপা পড়ে কিশোর মো. রাকিবের মৃত্যুর ঘটনায় দায়ের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তারিখ ঠিক করেছে আদালত।

ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী শুক্রবার মামলার এজাহার গ্রহণ করে রমনা থানার উপ-পরিদর্শক আবুল খায়েরকে ২২ ফেব্রুয়ারি প্রতিবেদন জমার নির্দেশ দেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে মগবাজার মোড়ে এসে প্রতিযোগিতা করতে থাকে আজমেরী গ্লোরী পরিবহনের দু’টি বাস। এই প্রতিযোগিতার পাল্লায় বাস দুটির মাঝখানে চাপা পড়ে কিশোর রাকিব। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক জানান যে সে মারা গেছে। এ ঘটনায় রাকিবের বাবা নুরুল ইসলাম বৃহস্পতিবার ( ২০ জানুয়ারি) রাতে রমনা থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা করেন।

জানা যায়, কিশোর রাকিব মা-বাবার সঙ্গে মগবাজার এলাকাতেই থাকত। হকারি করে মাস্ক বিক্রি করত সে। বৃহস্পতিবার সকাল থেকে মাস্ক বিক্রি করে দুপুরে বাসায় গিয়ে খাওয়া-দাওয়া করে। এরপর আবার মাস্ক বিক্রি করতে বেরিয়ে পড়ে সে ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ