শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

শিমুকে হত্যা ও লাশ গুমের দায় আদালতেও স্বীকার

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার স্বামী শাখাওয়াত আলীম নোবেল ও স্বামীর বন্ধু এস এম আব্দুল্লাহ ফরহাদ।

এর আগে পুলিশের কাছেও চিত্রনায়িকা শিমুকে হত্যা ও লাশ গুমের কথা স্বীকার করে গ্রেপ্তার এই দুজন।

আজ শুক্রবার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে নোবেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং আরেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত শুকরানার আদালতে আব্দুল্লাহ ফরহাদের জবানবন্দি রেকর্ড করা হয়। তারা দুজনই শিমুকে শ্বাসরোধে হত্যা এবং পরে মরদেহ গুমের চেষ্টার কথা স্বীকার করেছেন। এই মামলায় গতকাল ৩ দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়।

জবানবন্দি শেষে তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

অভিনেত্রী রাইমা ইসলাম শিমুকে গত শনিবার রাতে গ্রিন রোডের বাসায় শ্বাসরোধে হত্যার পরদিন বন্ধু ফরহাদকে নিয়ে কেরানীগঞ্জে গিয়ে মরদেহ ফেলে দিয়ে আসেন স্বামী সাখাওয়াত আলী নোবেল। ফিরে এসে কলাবাগান থানায় স্ত্রী নিখোঁজের ডায়েরি (জিডি) করেন তিনি।

সোমবার সকালে শিমুর মরদেহ উদ্ধারের পর নোবেল ও তার বন্ধু এস এম ওয়াই আব্দুল্লাহ ফরহাদকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে শিমুকে শ্বাসরোধে হত্যা করেন তার স্বামী শাখাওয়াত। সেসময় তাকে সহযোগিতা করেছেন বন্ধু ফরহাদ।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ