শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতায় এবার প্রান গেল কিশোরের

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মগবাজার মোড়ে যাত্রাবাহী ২ বাসের চাপায় রাকিব (১৪) নামে এক কিশোর মারা গেছে। রাকিব বাসে ও রাস্তায় ঘুরে মাস্ক বিক্রি করতো।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করে।

একজন প্রতক্ষ্যদর্শী এবং রাকিবকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তি জানান, মগবাজার মোড়ে গাজীপুরগামী আজমেরী পরিবহনেরই ৩টি বাস প্রতিযোগিতা করে চালাচ্ছিল। তখন সামনের দুটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হয় ওই কিশোর। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, পুলিশ বাসগুলো আটক করেছে। চালক ও হেলপারদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি, পুলিশ ট্রাফিক সিগন্যাল ছাড়ার পর ছেলেটি বাসদুটির মাঝে আটকা পড়েছিল।’ আসলে কী ঘটেছে তা জানতে পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখবে বলে তিনি জানান।

এর আগে ২০১৮ সালের এপ্রিলে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুই বাসের প্রতিযোগিতায় রাজীব হোসেন নামে সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীর হাত ছিঁড়ে যায়। শমরিতা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার সাময়িক উন্নতি হলেও পরে মৃত্যু হয় রাজীবের।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ