শুক্রবার | ১৮ অক্টোবর ২০২৪
Cambrian

ফেসবুকে মৃত, টুইটারে জীবিত তসলিমা নাসরিন

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্র্রতিবেদক

নারীবাদী সাহিত্যিক ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের ভেরিফায়েড আইডি ‘রিমেম্বারিং’ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তাঁর আইডিতে ‘রিমেম্বারিং’ দেখা যায়। ফেসবুকের এমন কর্মকাণ্ডে চটেছেন তসলিমা নাসরিন। ক্ষোভ প্রকাশ করে তিনি টুইটারে লিখেছেন, “ফেসবুক আমাকে মেরে ফেলেছে। আমি বেঁচে আছি। মারা যাওয়া তো দূরে থাক, সামান্য অসুস্থ হয়ে শয্যাশায়ীও হয়নি। তারপরও ফেসবুক আমার আইডিকে ‘স্মরণীয়’ করে দিয়েছে।

” ফেসবুক কর্তৃপক্ষ তসলিমা নাসরিনের আইডি ‘রিমেম্বারিং’ করে দিয়ে লিখেছে, ‘তসলিমার প্রতি শ্রদ্ধাঞ্জলি। আমরা আশা করছি, তসলিমা নাসরিনের বন্ধু-স্বজনরা এখানে তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করতে পারবেন।’ আরেক টুইটে তসলিমা বলেন, “আমি খুব ভালোভাবেই বেঁচে আছি, তারপরও আমার অ্যাকাউন্ট ‘রিমেম্বারিং’ করা হয়েছে। কি দুঃখজনক সংবাদ! দয়া করে আমার অ্যাকাউন্ট ফেরত দিন।

” সাধারণত কোন ব্যক্তি মারা যাওয়ার পর তাঁর ফেসবুক বন্ধু তালিকায় থাকা ‘ট্রাস্টেড পারসন’ যদি ওই ব্যক্তিকে মৃত বলে শনাক্ত করেন তবে ফেসবুক কর্তৃপক্ষ তাঁকে স্মরণ করে তাঁর আইডি ‘রিমেম্বারিং’ করে দেয় ফেসবুক।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ