শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ সদস্য

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে মীর আব্দুল হান্নান (৫৮) নামে এক পুলিশ কর্মকর্তা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) ভর্তি করা হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) বেলা ৩টার দিকে মোহাম্মাদপুরের বসিলা এলাকা থেকে তাকে উদ্ধার করেন স্বজনরা।

আব্দুল হান্নান বাংলাদেশ আর্মড পুলিশ ব্যাটালিয়নে সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন বিমানবন্দর এলাকায়।

হান্নানের স্ত্রীর বড় ভাই আব্দুল মোমেন জানান, বিকাল ৩টার দিকে বসিলায় রাস্তায় অচেতন হয়ে পড়ে থাকতে দেখে হান্নানের ফোন থেকেই পথচারীরা তাদেরকে কল দেন। পরে তারা সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্বজনরা জানান, কর্মস্থল থেকে ছুটি নিয়ে আজ দুপুরে তিনি গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়ায় যাচ্ছিলেন। পথে এই ঘটনার শিকার হন। তবে তার কাছ থেকে কী খোয়া গেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। হান্নানের ব্যবহৃত ফোনটি সঙ্গেই পাওয়া গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, বিকেলে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। সেখানে তার স্টোমাক ওয়াশ করানোর পর মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগে পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ