শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

পুলিশ সপ্তাহ ২৩ জানুয়ারি শুরু

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
আগামী ২৩ জানুয়ারি শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। চলবে পাঁচ দিনব্যাপী। শেষ হবে ২৭ জানুয়ারি। ১৬ জানুয়ারি পুলিশ সপ্তাহ শুরু হওয়ার কথা ছিল। তবে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের কারণে পুলিশ সপ্তাহ পিছিয়েছে।

পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, প্রতি বছর জানুয়ারিতে পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হলেও করোনাভাইরাসের কারণে গত বছর তা হয়নি।

এদিকে পুলিশ সপ্তাহ উদযাপনে পুলিশ সদর দপ্তর ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা রয়েছে।

সূত্র জানায়, এবারের পুলিশ সপ্তাহে ২০২০ এবং ২০২১ সালের সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজ এবং সেবার স্বীকৃতি হিসেবে যথারীতি চার ধরনের পদক দেওয়া হবে। তার মধ্যে ‘করোনাযুদ্ধে’ প্রাণ হারানো পুলিশের ১০৬ সদস্যকে দেওয়া হবে মরণোত্তর সর্বোচ্চ পদক ‘বাংলাদেশ পুলিশ মেডেল’ (বিপিএম-সাহসিকতা)।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ