শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

পুরো আয় দেশে পাঠাতে পারবেন প্রবাসীরা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে অবস্থানরত বিদেশিরা প্রতি মাসে তাঁদের আয়ের ৮০ শতাংশ অর্থ নিজ দেশে পাঠাতে পারবেন। বাকি ২০ শতাংশ অর্থ থেকে কর পরিশোধের পর যা জমা থাকবে সেটিও স্বদেশে পাঠানো যাবে। ফলে এ দেশে উপার্জিত অর্থ নিজ দেশে নেওয়া বিদেশিদের জন্য সহজ হলো। আগেও আয় নিজ দেশে নেওয়া যেত, তবে এবার বিদেশিদের স্বদেশে অর্থ নেওয়ার সুবিধা বাড়ানো হয়েছে।

গতকাল বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিদেশিদের জন্য সুবিধা বাড়িয়েছে। এতে বলা হয়, বিদেশিরা আগে আয়ের ৭৫ শতাংশ অর্থ প্রতি মাসে নিজ দেশে নিতে পারতেন। আর বাকি অর্থ চাকরি শেষে একেবারে চলে যাওয়ার সময় নিতে পারতেন। এখন তাঁরা মাসিক আয়ের ৮০ শতাংশ নিতে পারবেন। পাশাপাশি কর পরিশোধের পর বাকি অর্থ নেওয়া যাবে।

ব্যাংকগুলোর হাতে বৈদেশিক মুদ্রা থাকলে তা বিদেশিরা চাইলেই পাঠিয়ে দেওয়া যাবে। বিদেশিদের পরিবারের সদস্য যেসব দেশে থাকেন, শুধু ওই দেশে এই অর্থ পাঠাতে পারবে ব্যাংকগুলো। এ জন্য ‘নিট ইনকাম ফ্রম দ্য এমপ্লয়ার্স’ নামে ব্যাংক হিসাব খুলতে হবে। অর্থ পাঠাতে প্রবাসীদের কাজের অনুমোদনপত্র, আয়ের হিসাবসহ সংশ্লিষ্ট বিভিন্ন নথি ব্যাংকে জমা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এখনো বিভিন্ন খাতে দক্ষ জনবলের ঘাটতি আছে। এ জন্য বিদেশি দক্ষ কর্মীরা যাতে দেশে আসতে ও কর্মরত বিদেশিরা এ দেশে কাজ করতে আগ্রহী হন, সে জন্য নতুন সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। ফলে বাংলাদেশের প্রতি দক্ষ বিদেশিদের আগ্রহ বাড়বে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ