শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

থানায় ডেকে চা-বিক্রেতার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

মাদক মামলার ভয় দেখিয়ে রাজধানীর পল্লবীতে মিনারা নামে এক চা-দোকানির ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) কাজী রায়হানুর রহমানের বিরুদ্ধে। আজ রোববার এ ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী মিনারা পুলিশের মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কাছে একটি লিখিত অভিযোগ জমা দেন। সেই সঙ্গে প্রমাণ হিসেবে একটি সিমকার্ডও জমা দেন। ওই সিমকার্ডে টাকা লেনদেনের অডিও রেকর্ড সংরক্ষিত রয়েছে। গত মঙ্গলবার দিনভর থানায় আটকে রেখে এসআই কাজী রায়হানুর রহমান এ টাকা আদায় করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মিনারা।

অভিযোগে মিনারা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশের সোর্স নাদিম ও শামসের তাঁর দোকানে এসে ৫০০ টাকা ভাংতি চান। এরপর বেলা ২টার দিকে তিনি (মিনারা) দৈনিক টাকা আনতে সমিতির এক নারী কর্মকর্তাকে নিয়ে সেলিনা বেগম নামে তাঁর এক আত্মীয়ের বাসায় যান। সেখানে গিয়ে তিনি দেখেন পল্লবী থানার এসআই কাজী রায়হান তাঁর টিমের সদস্যদের নিয়ে সেলিনার বাসায় অভিযান পরিচালনা করছেন। পুলিশের সঙ্গে ওই সময় সোর্স নাদিম ও শামসের ছিলেন। সোর্স নাদিম মিনারাকে দেখিয়ে এসআই রায়হানকে বলেন, সকালবেলায় ওই নারীর (মিনারা) কাছ থেকে ৫০০ টাকা ভাংতি নেওয়া হয়েছে। এ সময় এসআই রায়হানের নির্দেশে মিনারাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

মিনারা বলেন, ‘আমাকে যখন আটক করা হয় ওই সময় কোনো নারী পুলিশ ছিল না। আমাকে টানাহেঁচড়া করে পুলিশের গাড়িতে তোলা হয়। থানায় নিয়ে চারতলায় আমার কাছে ৭০ হাজার টাকা দাবি করে পুলিশ। তা না হলে হেরোইন মামলা দিয়ে আমাকে জেলখানায় পাঠিয়ে দেবে বলে হুমকি দেওয়া হয়। আমি এ ব্যাপারে জানতে চাইলে সাব-ইন্সপেক্টর রায়হানুর রহমান (এসআই) আমাকে বলে আমি নাকি মাদক ব্যবসায়ী। এ কথা বলে আমার হাতে হ্যান্ডকাপ লাগান তিনি। আমার একটি দুধের শিশু আছে। আর মানসম্মানের কথা চিন্তা করে আমার স্বামী রাত ১টার দিকে পরিচিত একজনের কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেয়। এরপর এ টাকা রায়হান স্যারের হাতে দিলে তিনি আমাকে থানা থেকে মুক্তি দেন। আমাকে ছেড়ে দেওয়ার সময় জোর করে একটি স্বীকারোক্তি নেন এসআই রায়হান। তা মোবাইল ফোনে ভিডিও করেও রাখেন তিনি।’

মিনার আরও বলেন, ‘আমার নামে থানায় কোনো মামলা, জিডি বা অভিযোগ নেই। আমরা দিন আনি দিন খাই। ঘটনার দিন দুপুরে আমাকে থানায় আটকে রেখে টাকার বিনিময়ে গভীর রাতে ছেড়ে দেওয়া হয়। থানার সিসি ক্যামেরা চেক করলেই প্রমাণ মিলবে। আমাকে আটক করার পর প্রথমে ৭০ হাজার টাকা দাবি করেন রায়হানের টিমের সদস্যরা। টাকা কমানোর জন্য আমার মা পুলিশের পা পর্যন্ত ধরেছে তারপরও তাদের মন গলেনি। টাকার অঙ্ক নিয়ে এসআই রায়হানের টিমের সদস্য পুলিশ কনস্টেবল সরোয়ার কামাল ও আনসার নাহিদ আমার এক বোনের সঙ্গে মোবাইল ফোনে কয়েক দফা দেনদরবার করেন। একপর্যায়ে ২০ হাজার টাকায় রফা হয়। টাকা লেনদেনের এ কথোপকথনের অডিও রেকর্ড আমাদের কাছে রয়েছে। ডিসি অফিসে সিমকার্ডসহ অভিযোগ জমা দিয়েছি। আমি দোষী পুলিশ সদস্যদের বিচার চাই।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ