শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

মিয়ানমারে পাথর খনি ধসে নিখোঁজ ৭০

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
মিয়ানমারে জেড পাথরের খনিতে ধসে নেমে একজন নিহত এবং কমপক্ষে ৭০ জন নিখোঁজ হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের কাচিন রাজ্যের হাকান্ত এলাকায় স্থানীয় সময় আজ বুধবার ভোর ৪টার দিকে খনি ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, পাথরবোঝাই লরি থেকে পাথরের চাকগুলো খনির ভেতর পড়লে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। ওই এলাকায় উদ্ধারকাজ চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সবাই অবৈধ খনির শ্রমিক।

বিশ্বে জেড পাথরের সবচেয়ে বড় উৎস মিয়ানমার। কিন্তু প্রায় সারা বছর ধরেই দেশটির বিভিন্ন খনিতে দুর্ঘটনার খবর পাওয়া যায়।

হাকান্ত এলাকায় জেড খনিতে কাজ করা নিষিদ্ধ হলেও স্থানীয় কর্তৃপক্ষের বিধিনিষেধ উপেক্ষা করে প্রায়ই সেখানে খনিতে কাজ চালানো হয়। মাত্র কয়েকদিন আগেই হাকান্ত এলাকায় ভূমিধসে কমপক্ষে ১০ জন খনির শ্রমিক নিখোঁজ হন। তারাও সবাই অদক্ষ শ্রমিক ছিলেন।

এর আগে, ২০২০ সালে হাকান্তের একটি খনির বর্জ্য একটি লেকে ধসে পড়ায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়। এদের মধ্যে অধিকাংশই অভিবাসী ছিলেন। এটা ছিল ওই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা।

মিয়ানমারে বছরে জেড বাণিজ্য ৩০ বিলিয়ন ডলারের বেশি। শুধু মিয়ানমার নয়, বিশ্বের সবচেয়ে বড় জেড খনিই হাকান্তে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ