শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

পানামা পেপারস : ঐশ্বরিয়াকে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
পানামা পেপারস ফাঁসের মামলায় ভারতের অর্থনৈতিক আইনকানুন প্রয়োগ ও আর্থিক অপরাধ দমনসংক্রান্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গতকাল সোমবার প্রায় পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে। গতকাল ইডির জেরার পর বেশি রাতে এই বলিউড তারকা দিল্লি থেকে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিলেন।

ইডি ঐশ্বরিয়াকে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (ফেমা) অনুযায়ী সমন পাঠিয়েছিল। এই ধারা অনুযায়ী কাউকে গ্রেপ্তার করা যায় না। এর আগে ঐশ্বরিয়াকে দুবার ডেকে পাঠানো হয়েছিল।

তিনি মেইলের মাধ্যমে তাদের জবাব দিয়েছিলেন। আর ইডির কাছে কিছু সময় চেয়ে অনুরোধ করেছিলেন এই বলিউড নায়িকা।

গতকাল বেলা দুইটা নাগাদ ইডির দপ্তরে পৌঁছেছিলেন ঐশ্বরিয়া। এই বলিউড তারকার বিরুদ্ধে অভিযোগ, তিনি ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট লঙ্ঘন করে বিদেশে অর্থ বিনিয়োগ করেছিলেন। ঐশ্বরিয়াকে দীর্ঘ সময় জেরা করার জন্য এক লম্বা প্রশ্নমালা তৈরি করেছিলেন ইডির কর্মকর্তারা। তাঁকে কী কী প্রশ্ন করা হয়েছিল, এর কিছু অংশ ফাঁস হয়েছে।

পানামা পেপারস মামলায় ৫০০ জন ভারতীয়র নাম জড়িয়ে আছে। তাঁরা চলচ্চিত্র, রাজনৈতিক ও ক্রীড়াজগতের প্রভাবশালী ব্যক্তি। এমনকি পানামা পেপারস মামলার বিষয়ে এর আগে অভিষেক বচ্চনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই মামলার সঙ্গে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের নামও উঠে এসেছে। তাই বিগ বিকেও ইডি জেরা করতে পারে বলে খবর। এ ছাড়া বেশ কয়েকজন শিল্পপতির বিরুদ্ধে একই অভিযোগ উঠে এসেছে।

তবে এই মামলার সঙ্গে সারা দুনিয়ার অসংখ্য প্রভাবশালী ও নামীদামি ব্যক্তিত্ব জড়িত। ২০১৬ সালে ব্রিটেনে পানামার এক আইনি সংস্থা থেকে ১ দশমিক ১৫ কোটি রুপির আয়করসংক্রান্ত নথিপত্র ফাঁস হয়েছিল।

৪০ বছরের পুরোনো নথিপত্র ফাঁস হয়েছিল বলে জানা গেছে। এর মাধ্যমে খোলাসা হয় যে সারা দুনিয়ার ধনী আর প্রভাবশালী ব্যক্তিরা আয়কর বাঁচানোর জন্য বিভিন্ন ভুয়া কোম্পানিতে টাকা ঢেলেছিলেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ