শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

শর্ত ছাড়া হাফ ভাড়া চায় শিক্ষার্থীরা

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক
কোন শর্ত ছাড়া সব গণপরিবহনে হাফ ভাড়া চান শিক্ষার্থীরা। এদিকে ৫ শর্তে বেসরকারি বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া নির্ধারণ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনকে ‘অবাস্তব’ বলে অভিহিত করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

তারা বলছেন, কোনো শর্ত ছাড়াই দেশের সব ধরনের গণপরিবহনে হাফ ভাড়া চান তারা।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) শিক্ষার্থীরা গণমাধ্যমকে বলেন, সরকার হাফ ভাড়া কার্যকর করে প্রজ্ঞাপন জারি করেছে, এটা ভালো। তবে প্রজ্ঞাপন হতে হবে নিঃশর্ত। তা না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। নিরাপদ সড়কের ১১ দফা দাবিতে নেতৃত্বদানকারী খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, ‘রাষ্ট্র জনগণকে কোনো শর্ত দিতে পারে না। আমরা কি রাত ৮টার পর ছাত্র নই? আমরা শুধু বাস নয়, সারাদেশের সব গণপরিবহনে হাফ ভাড়া দাবি করেছিলাম। আমরা শিক্ষার্থীদের জন্য এমন গেজেট চাই, যেটিতে শুধু মেট্রোপলিটন শহরেই নয়, সারাদেশের গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর কথা বলা হবে। ‘২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনে ৯ দফা দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার দাবিতে নভেম্বরের ১৮ তারিখ থেকে আন্দোলনে নামেন তারা। ৯ দফা দাবি আন্দোলনে নেতৃত্ব দেওয়া স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ইনজামুল হক রামিম বলেন,’আমরা সারা বছর প্রতিদিন ২৪ ঘণ্টা হাফ ভাড়া চাই। প্রতি উইকেন্ডে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা এসব পরীক্ষায় অংশ নেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো রাত ৯টা পর্যন্ত সান্ধ্যকালীন ক্লাস পরিচালনা করে। তাই এ ধরনের গেজেট অবাস্তব।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ