বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যু : হাসপাতাল পরিচালকের জেল

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেনের অভাবে ১০ জন করোনা রোগীর মৃত্যুর দায়ে সরকারি এক হাসপাতালের পরিচালককে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জর্ডানের একটি আদালত আজ রোববার এ আদেশ দেন।

পরিচালকের নাম আবদেল রাজাক আল-খাসম্যান। তাঁর সঙ্গে তাঁর চার সহযোগীকে এ দণ্ড দেওয়া হয়। হাসপাতালটি রাজধানী আম্মান থেকে ১৪ মাইল পশ্চিমে সল্ট শহরে অবস্থিত। সরকারি এই হাসপাতালটির নাম আল হোসেন আল সল্ট নিউ হসপিটাল।

আদালত থেকে এএফপির প্রতিনিধি জানান, দণ্ডিত ব্যক্তিরা আপিল করতে চাইলে ১০ দিনের মধ্যে করতে হবে।

গত মার্চে এই মর্মান্তিক ঘটনার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী নাজির ওবেদাত পদত্যাগ করেছিলেন।

ওই ঘটনার পর বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ হাসপাতালটি পরিদর্শন করেছিলেন। সে সময় হাজারো মানুষ হাসপাতালে বাইরে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ