শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

ফোর্বস ম্যাগাজিনের ‘থার্টি আন্ডার থার্টি’-তে বাংলাদেশী বাশিমা

spot_img
spot_img
spot_img

ক্র্যাবনিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বস’র ‘থার্টি আন্ডার থার্টি’-তে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাশিমা ইসলাম। গতকাল বুধবার এ তালিকা প্রকাশ করেছে সাময়িকীটি। এতে বিজ্ঞান ক্যাটাগরিতে স্থান পেয়েছেন তিনি।

ফোর্বস প্রতিবছর ২০টি ক্যাটাগরিতে ৩০ জন করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে। এই ব্যক্তিদের বয়স ৩০ বছরের নিচে। এ ক্যাটাগরিগুলোর একটি বিজ্ঞান। সেখানে যে ৩০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তার মধ্যে স্থান পাওয়া বাশিমা ইসলাম বোস্টনের ওয়েস্টার পলিটেকনিক ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হিসেবে যোগ দিতে যাচ্ছেন। কম্পিউটার ও তড়িৎ প্রকৌশল বিভাগে যোগ দেবেন তিনি। তাঁর ছোট একটি প্রোফাইল প্রকাশ করেছে ফোর্বস। এতে লেখা হয়েছে, তিনি ব্যাটারি ছাড়া ইন্টারনেট ব্যবহারযোগ্য ডিভাইস তৈরিতে কাজ করছেন। বাশিমা ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা থেকে পিএইচডি ডিগ্রি নিয়েছেন।

দেশে বাশিমা পড়াশোনা করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে। এর আগে তিনি পড়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ