শনিবার | ২১ সেপ্টেম্বর ২০২৪
Cambrian

খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবিতে ২২ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

spot_img
spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশ পাঠানোর দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ২২ বিশিষ্ট নাগরিক। আজ বুধবার রাতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বহ্নিশিখা জামালী এ বিবৃতির কথা জানান।

‘খালেদা জিয়ার দ্রুত বিদেশে চিকিৎসা নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি’ শীর্ষক বিৃবতিতে বলা হয়, ‘তিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বাংলাদেশের একটি বড় দল বিএনপির চেয়ারপারসন এবং তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। খালেদা জিয়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।’

আরও বলা হয়, ‘মেডিকেল বোর্ডের মতে, সর্বশেষ শারীরিক জটিলতা হচ্ছে- তিনি লিভার সিরোসিসে ভুগছেন এবং তিন দফায় তার রক্তক্ষরণ হয়েছে। তৃতীয়বার রক্তক্ষরণ অনেক বেশি ছিল। তার লিভারের কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে। ভবিষ্যতে খালেদা জিয়ার রক্তক্ষরণ হওয়ার আশঙ্কা প্রায় ৭০ শতাংশ। চিকিৎসকদের মতে, খালেদা জিয়ার লিভারে পরিপাকীয় চাপ কমাতে বাইপাস প্রক্রিয়া সঞ্চালন নালি তৈরি করতে হবে। এটি টিপস পদ্ধতিতে করা হয়, যার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি এবং দক্ষ ও অভিজ্ঞ জনবল বাংলাদেশে নেই। বিশ্বের মাত্র কয়েকটি দেশে এই বিশেষায়িত চিকিৎসা হিসেবে দেওয়া হয়। তার শারীরিক অবস্থা অপেক্ষাকৃত স্থিতিশীল থাকা অবস্থায় তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোই সর্বাপেক্ষা কাম্য।’

বিবৃতিতে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- ডা. নায়লা জামান খান, শিরীন হক, ফরিদা আখতার, শারমিন মোরশেদ, সুলতানা আখতার রুবী, দিলশানা পারুল, অধ্যাপক দিলারা চৌধুরী, সায়দিয়া গুলরুখ, সাইদা আখতার, সীমা দাস সীমু, ময়মুনা আখতার, সামিয়া আফরিন, বহ্নিশিখা জামালী, সৈয়দা রিজওয়ানা হাসান, মাহা মীর্জা, নাজমুন নাহার, মীনা মাশরাফী, সামসুন নাহার, রেহনুমা আহমেদ, সেলিনা রশীদ, আঞ্জুমানারা শিউলি, রুবিনা রহমান।

বিবৃতিতে তারা আরও বলেন, ‘সময় খুব বেশি নেই, তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিশেষজ্ঞ মত অনুযায়ী, প্রযুক্তিগত এবং ব্যবস্থাপনার দিক থেকে যে দেশে চিকিৎসা দেওয়া সম্ভব, সেখানেই খালেদা জিয়াকে অবিলম্বে পাঠানো হোক। দ্রুত বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দাবি জানাচ্ছি।’

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ